রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: একটি ম্যাচস্টিক সরালেই মিলে যাবে অংক, ৫ সেকেন্ডে এই পাজল সমাধান করলে আপনি লেজেন্ড

Matchstick PuzzleMatchstick Puzzle: আজকাল অবসর সময় কাটানোর অন্যতম প্রিয় বিষয় হয়ে উঠেছে ধাঁধা সমাধান। এই জগতে নানানরূপে ধাঁধার অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ধাঁধার (Riddle) অস্তিত্ব বহু বছর ধরেই রয়েছে, সময়ের…

Advertisements

Matchstick PuzzleMatchstick Puzzle: আজকাল অবসর সময় কাটানোর অন্যতম প্রিয় বিষয় হয়ে উঠেছে ধাঁধা সমাধান। এই জগতে নানানরূপে ধাঁধার অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ধাঁধার (Riddle) অস্তিত্ব বহু বছর ধরেই রয়েছে, সময়ের সঙ্গে পাল্টেছে শুধুমাত্র রূপ। কোথাও ছবি ধাঁধা বেশি জনপ্রিয়, আবার কোথাও শব্দ ধাঁধারই রাজত্ব রয়েছে। কোনো জায়গায় আবার গণিত ধাঁধা জনপ্রিয় থাকতে দেখা যায়।

Matchstick Puzzle

Advertisements

ধাঁধা সমাধান মানুষকে নিজের ক্ষমতা পরীক্ষা করতে সাহায্য করে। অর্থাৎ অবসর সময় কাটাতে সাহায্য করার পাশাপাশি এটি মানুষের মস্তিষ্কের কর্মদক্ষতাও যাচাই করতে সাহায্য করে। ধাঁধার সহযোগিতায় একইসঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ আরও মনোযোগী হতে শেখে এবং জটিল সমস্যা সমাধান করার দক্ষতা অর্জন করে। ধাঁধা যে রূপেই থাকুক না কেন, এই ধাঁধা যে উত্তরদাতার মস্তিষ্ককে পরিশ্রম করতে বাধ্য করে, সেই নিয়ে দ্বিমত নাই!

Matchstick Puzzle

ধাঁধা সমাধান যদি আপনারও প্রিয় বিষয় হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদনে দেওয়া ধাঁধাটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন। এই ধাঁধা মূলত ম্যাচস্টিক পাজল নামে পরিচিতি। এই ধাঁধায় গাণিতিকভাবে ভুল সমীকরণ দেওয়া থাকে, যা উত্তরদাতাকে দেশলাই কাঠির পুনর্বিন্যাস করে নির্ভুল গাণিতিক সমীকরণে পরিণত করতে হয়। এই ধাঁধার মধ্যে গণিত ধাঁধা ও ছবি ধাঁধা একত্রে বাস করে। অর্থাৎ ধাঁধাটি সমাধান করার মাধ্যমে উত্তরদাতা একটি নয়, একইসঙ্গে দুটি ধাঁধা সমাধান করবেন।

Matchstick Puzzle

এই ম্যাচস্টিক পাজলটিতে তাকালে দেখা যায় ‘8 – 2 = 2’ লেখা রয়েছে। এই গাণিতিকভাবে ভুল সমীকরণটিকে ঠিক করার জন্য মাত্র ১টি ম্যাচস্টিক সরিয়ে অন্য স্থানে রাখতে হবে। দেখুন তো আপনি এই ধাঁধাটি সমাধান করতে পারেন কিনা। না পারলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

 

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements