রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

বুদ্ধির খেলা: বলুন তো, লোকটির আসল স্ত্রী কে? উত্তর দিতে পারলেই আপনি সুপার জিনিয়াস

Brain Teaser: ব্রেন টিজার (Brain Teaser) সমাধান করতে ভালো লাগে? উত্তর হ্যাঁ হলে চলে এসেছেন একদম সঠিক ঠিকানায়। এই প্রতিবেদনে একটি মজাদার 'প্লে ডিটেকটিভ ব্রেন টিজার' (Play Detective Brain Teaser)…

Advertisements

Brain Teaser: ব্রেন টিজার (Brain Teaser) সমাধান করতে ভালো লাগে? উত্তর হ্যাঁ হলে চলে এসেছেন একদম সঠিক ঠিকানায়। এই প্রতিবেদনে একটি মজাদার ‘প্লে ডিটেকটিভ ব্রেন টিজার’ (Play Detective Brain Teaser) দেওয়া হয়েছে। এটি অন্যতম জটিল ও জনপ্রিয় ব্রেন টিজার (Detective Riddle)। বহু বুদ্ধিমান মানুষও এটি সমাধান করতে পারেন না। দেখুন তো আপনি পারেন কিনা।

Brain Teaser

Advertisements

Solve the Play Detective Brain Teaser:

এই প্রতিবেদনে দেওয়া ফটোর দিকে তাকালে এক পুরুষ ও দুই মহিলাকে দেখা যায়। এক্ষেত্রে দুই মহিলাই দাবি করছে যে, তাঁরা দৃশ্যমান ব্যক্তির আসল স্ত্রী। আপনার কাজ হবে একজন গোয়েন্দার মতো পুরো ছবি খুঁটিয়ে দেখা এবং ব্যক্তিটির প্রকৃত স্ত্রীকে খুঁজে বের করা। একঝলকে এই ব্রেন টিজার আপনাকে খুব সহজ মনে হতে পারে। কিন্তু যখন আপনি খুঁটিয়ে দেখতে শুরু করবেন এবং সময় পেরোবে, তখন বুঝতে পারবেন এই ডিটেকটিভ রিডল (Detective Riddle) ঠিক কতটা জটিল।

সঠিক উত্তরটি খুঁজে বের করার জন্য আপনাকে ৮ সেকেন্ড সময় দেওয়া হল।


…উত্তর খুঁজে পেলেন? না পেলে কোনো ব্যাপার না। উত্তর খোঁজার জন্য আপনাকে আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক উত্তর খুঁজে পেয়ে গেছেন।

ভালো করে খুঁটিয়ে দেখুন। একমাত্র মনোযোগী ও বুদ্ধিমান ব্যক্তিরাই এই ব্রেন টিজার সমাধান করতে পারবেন।

এখনও সঠিক উত্তর খুঁজে পাচ্ছেন না? একটা হিন্ট (Hint) চাই?
পিছনে দেওয়ালের দিকে ঝুলে থাকা ফটোর দিকে তাকাতে পারেন। সেখানেই উত্তর লুকিয়ে আছে।

৮….ব্যাস! এবার থেমে যান। কারণ, সময় শেষ!

How to solve the Play Detective Brain Teaser?

কি? এই ব্রেন টিজার সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-

Brain Teaser

ভালো করে লক্ষ্য করে দেখুন দেওয়ালে ঝুলতে থাকা ফটোতে ব্যক্তিটি তাঁর স্ত্রীর সঙ্গে বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। ওই ফটোতে তাঁর স্ত্রীর গলায় বাঁ দিকে ট্যাটু দেখতে পাওয়া গেছে। এই অবস্থায় মূল ছবিতে তাকালে দেখা যাবে একজনের গলার ডানদিকে ট্যাটু আছে এবং অপরজনের গলার বাঁ দিকে ট্যাটু রয়েছে। দেওয়ালের ফটো বিশ্লেষণ করে বোঝা যায়, দৃশ্যমান ব্যক্তিটির প্রকৃত স্ত্রী হল সেই মহিলা, যাঁর গলায় বাঁ দিকে ট্যাটু আছে। আপনার বোঝার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হল।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements