Independence Day: ১৯৪৭ সালের ১৫ই আগস্ট তারিখে ভারত পরাধীনতার বেড়াজাল কাটিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশদের ঔপনিবেশিকতা থেকে ভারতের মুক্তি উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে এইদিন সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালিত হয়। এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল-কলেজের পাশাপাশি সরকারের তরফেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক অনুযায়ী, ‘হর ঘর তিরঙ্গা’ উদ্যোগের অধীনে দেশজুড়ে ২০ কোটিরও অধিক পতাকা ওড়ানো হবে।
আপনি কি জানেন? ১৫ই আগস্ট তারিখে শুধুমাত্র ভারত স্বাধীন হয়নি, হয়েছিল আরও ৫টি দেশ। আজকে সেই তালিকাই দেখে নেওয়া যাক।
(Independence Day 2023) এই দেশগুলো স্বাধীন হয়েছিল ১৫ই আগস্টে:
উত্তর কোরিয়া (North Korea) ও দক্ষিণ কোরিয়া (South Korea): এই দুইটি দেশ জাপানের কাছ থেকে স্বাধীনতা পেলে ১৫ই আগস্ট তারিখকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। এটি জাপান বিজয় দিবস হিসেবে পরিচিত। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তারিখে জাপানি উপনিবেশের পতন ঘটলে প্রায় ৩ বছরের মাথায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সৃষ্টিতে আমেরিকা ও উত্তর কোরিয়ার সৃষ্টিতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
বাহরিন (Bahrin): এই দেশটি ব্রিটিশদের কবল থেকে মুক্তি পায় ১৯৭১ সালের ১৫ই আগস্ট তারিখে। রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এটি সম্ভব হয়।
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো (Democratic Republic of Congo): এই দেশ ফ্রান্সের পরাধীনতা থেকে মুক্তি পায় ১৯৬০ সালে। ১৮৮০ সালে ফরাসিরা এই দেশে শাসন করতে শুরু করে। ফরাসি শাসন চলাকালীন এই দেশের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো। পরবর্তীকালে এই দেশের নাম বদলে গিয়ে হয়ে যায় মধ্য কঙ্গো।
লিচেনস্টাইন (Liechtenstein): এই দেশটি ১৮৬৬ সাল পর্যন্ত জার্মানদের উপনিবেশ ছিল। ১৮৬৬ সালে পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার বেশ কয়েক বছর পরে ১৯৪০ সালে ১৫ই আগস্ট তারিখটিকে লিচেনস্টাইন স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।