রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

India Post Office Recruitment: মাধ্যমিক পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

India Post Office Recruitment: প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় পোস্ট অফিসের তরফে। মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারা যাবে। তাহলে আর দেরি কীসের? ইন্ডিয়া পোস্টের…

Advertisements

India Post Office Recruitment: প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় পোস্ট অফিসের তরফে। মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারা যাবে। তাহলে আর দেরি কীসের? ইন্ডিয়া পোস্টের (India Post) অধীনে কাজ করতে চাইলে ঝটপট আবেদন করে ফেলুন। নিম্নে পদের নাম, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

India Post Office Recruitment

Advertisements

All Details Of India Post Office Recruitment

পদের নাম: ইন্ডিয়ার পোস্টের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের নাম ‘স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver) – সাধারণ গ্রেড’ (Ordinary Grade) রয়েছে।

শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬টি শূন্যপদ রয়েছে।

■ বিনিয়োগের মেয়াদ: ইন্ডিয়া পোস্ট নিয়োগ ২০২৩ (India Post Recruitment 2023) অনুসারে নিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ করা হবে।

India Post Office Recruitment

যোগ্যতা:
১. বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই লাইসেন্স ভারী ও হালকা উভয় গাড়িরই হতে হবে।
২. মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে (আবেদনকারীকে গাড়ির মাইনর ডিফেক্ট ঠিক করার ক্ষমতা রাখতে হবে)।
৩. আবেদনকারীর অবশ্যই হালকা ও ভারী গাড়ি চালানোর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. আবেদনকারী ব্যক্তিকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে।
৫. আরও বিস্তারে জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

■ বয়সসীমা:
আবেদকনকারী ব্যক্তির বয়স ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।

■ নিয়োগ প্রক্রিয়া:
ট্রেড টেস্ট (Trade Test) নেওয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ করার জন্য আবেদনকারীর নাম তালিকাভুক্ত হলেই তাঁদেরকে নিয়োগ সংক্রান্ত সঠিক তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

India Post Office Recruitment

How to Apply for india post Office recruitment?

১. নির্দেশিত নিয়মে আবেদনপত্র পূরণ করতে হবে।
২. পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
৩. ঠিকানাটি হল- Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028।

আবেদন করার শেষ তারিখ: ৩০.১১.২০২৩।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements