Unique ID Number: খুব শীঘ্রই ভারতে সূচনা হতে চলেছে ‘ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর’ (Unique Identification Number)-এর। ভারত সরকার (Indian Government) কর্তৃক চালু হতে চলা এই ইউনিক আইডি (Unique Id) মোবাইল নম্বর ব্যবহাকারীদের বিশেষ সুবিধা দেবে। পরিচয় পত্র (Identification Card) দেওয়ার পাশাপাশি ফোন কানেকশন সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণ করবে সরকারের দেওয়া এই ইউনিক আইডি।
ইউনিক আইডি কী? (What is Unique ID Number ?)
সহজে মোবাইল ব্যবহাকারীর বিভিন্ন রকমের তথ্য অ্যাক্সেস করা সম্ভব হবে। ইউনিক আইডিতে ফোন নং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। ইউনিক আইডি হোল্ডারের যে সমস্ত তথ্যগুলো নথিবদ্ধ থাকবে, সেগুলি হল-
১. ব্যবহৃত ফোনের সংখ্যা।
২. ব্যবহৃত সিম কার্ডের সংখ্যা।
৩. রেজিস্টার্ড সিম কার্ডের সংখ্যা।
৪. সক্রিয় সিম কার্ডের সংখ্যা।
আয়ুষ্মান ভারত ডিজিটাল হেল্থ অ্যাকাউন্টের সঙ্গে ইউনিক আইডির মিল আছে? (Is Unique Id similar to Ayushman Bharat Digital Health Account?)
বিশেষজ্ঞদের দাবি, আয়ুষ্মান ভারত ডিজিটাল হেল্থ অ্যাকাউন্টের (ABHA) সঙ্গে ইউনিক আইডি নম্বরের সাদৃশ্যতা রয়েছে। আভার মাধ্যমে রোগীর সমস্ত মেডিক্যাল হিস্ট্রি নথিবদ্ধ থাকে সরকারের কাছে। আভার অধীনে অ্যাকাউন্ট থাকলে ডাক্তার দেখানো সময়ে রোগীকে নিয়ে চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য আলাদা করে পেশ করতে হয় না। একইভাবে ইউনিক মোবাইল আইডিও গ্রাহকের মোবাইল কানেকশন সংক্রান্ত সমস্ত তথ্য এক জায়গায় সঞ্চিত রাখবে।
ইউনিক আইডি সূচনার উদ্দেশ্য (Purpose of launching Unique Id)
অনলাইন জালিয়াতি ও স্প্যাম কলে ইতি টানতেই ইউনিক আইডি লঞ্চ করার কথা ভেবেছে সরকার। ইউনিক আইডি মোবাইল নম্বর সিস্টেমের (Unique Id Mobile Number System) মাধ্যমে ডিজিটাল সুরক্ষা বাড়াতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। প্রত্যেক মোবাইল ব্যাবহারকারীদের এই id card korte হবে।
ইউনিক আইডি সিস্টেমের সুবিধা (Advantages of Unique Id System)
এর মাধ্যমে সহজে সিম কার্ড ট্র্যাক করা যাবে এবং নকল সিম কার্ড চিহ্নিত করা যাবে। এমনকি, নতুন সিম কার্ড নেওয়ার কাজও আগের তুলনায় অনেক সহজ হয়ে যাবে।