Indian Railways: ভারত পেতে চলেছে প্রথম আন্ডারওয়াটার ট্রেন সিস্টেম (Underwater Train System)! সংযুক্ত আরব এমিরেটস (United Arab Emirates) ও ভারতের যৌথ উদ্যোগে এই ট্রেন সিস্টেম চালু হতে চলেছে। আপাতত এটি প্রাক-পরিকল্পনা পর্যায়ে থাকলেও খুব শীঘ্রই এটির বাস্তবায়ন ঘটতে চলেছে বলে দাবি করা হয়েছে।
1st Underwater Train in India (Indian Railways)
ভারতের হাতে ইতিমধ্যে রয়েছে প্রথম আন্ডারওয়াটার মেট্রো। এই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়িত হওয়ার পথে এগিয়ে গিয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর দৌলতে ভারত প্রথম আন্ডারওয়াটার মেট্রো পেতে চলেছে। তবে এবার আরও একধাপ অ্যাডভান্স হতে চলেছে জলের তলার যাত্রী পরিবহণ ব্যবস্থা। দাবি করা হয়েছে, এবার জলের তলায় শুধুমাত্র মেট্রোই চলবে না, চলবে ট্রেনও। সূত্রের খবর অনুযায়ী, এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটলে ভারত ও সংযুক্ত আরব এমিরেটস রেলপথে সংযুক্ত হবে। জানা গেছে, ভারতের মুম্বাই এবং সংযুক্ত আরব এমিরেটসের দুবাই আন্ডারওয়াটার ট্রেন সিস্টেমের মাধ্যমে সংযুক্ত হবে। এই রেলপথ ২০০০ কিমি দীর্ঘ হবে বলে দাবি করা হয়েছে।
India Dubai Underwater Train System
দুবাই ও মুম্বাইয়ের মধ্যে আন্ডারওয়াটার ট্রেন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নতুন নয়। এই রেলপথ চালু করার কথা প্রথমবার ওঠে ২০১৮ সালে। যদিও এর আলোচনা খাতায় কলমেই সীমাবদ্ধ ছিল। তবে এবার প্রায় ৫ বছর পরে ২০২৩ সালে দাঁড়িয়ে আবার চালু হয়েছে আন্ডারওয়াটার ট্রেন সিস্টেম কেন্দ্রীক কথাবার্তা। জানা গেছে, ইউএই (UAE)-এর জাতীয় উপদেষ্টা ব্যুরো এই উদ্যোগের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই রেলপথ শুধুমাত্র মানুষ পরিবহণকারী ট্রেনের জন্য তৈরি হবে না। এই ট্রেন সিস্টেম তেল, জল সহ অন্যান্য জিনিসও পরিবহণ করার জন্য ব্যবহৃত হবে।
দাবি করা হয়েছে এই রেলপথ চালু হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। জানিয়ে রাখি, ইতিমধ্যে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে আন্ডারওয়াটার রেল চলছে। এবার ভারতে কবে শুরু হবে সেটাই জানার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন ভারতীয়রা।