রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

ভ্রমণ প্রেমীদের জন্য বড় ঘোষণা! এই বিশেষ সুবিধা করে দিল ভারতীয় রেল, শুনলে লাফাবেন

Indian Railways: দেশে সড়কের মানোন্নয়ন ঘটেছে, বিমান পরিষেবাও মানুষের বাড়ির কাছে এসে পৌঁছে গেছে। তবুও এইসবের মাঝে এখনও অন্যতম পছন্দ হল রেল ব্যবস্থা। ভারতীয় রেল ব্যবস্থা (Indian Rail System) পুরো…

Advertisements

Indian Railways: দেশে সড়কের মানোন্নয়ন ঘটেছে, বিমান পরিষেবাও মানুষের বাড়ির কাছে এসে পৌঁছে গেছে। তবুও এইসবের মাঝে এখনও অন্যতম পছন্দ হল রেল ব্যবস্থা। ভারতীয় রেল ব্যবস্থা (Indian Rail System) পুরো দেশজুড়ে রক্তজালিকার মতো ছড়িয়ে আছে। প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের যাতায়াত। আর্থিক সামর্থ্যের ভিত্তিতে অসংখ্য মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন।

Indian Railways

Advertisements

রেল ব্যবস্থার অধীনে যাত্রী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নানান রকমের পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, ভারতীয় রেলে একটি পুরোনো কার্যকরী নিয়মে বদল আনা হতে চলেছে। সাধারণত যেখানে নতুন পরিষেবা যুক্ত করা হয়, সেখানে এইবারে এক পুরোনো পরিষেবার সফরে ইতি টানা হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, এই পরিষেবাটি হচ্ছে ‘ওয়েটিং লিস্ট’ (Waiting List) পরিষেবা। দাবি করা হয়েছে, এই পরিষেবা পুরোপুরি উঠতে ৪-৫ বছর সময় লাগতে পারে।

Indian Railways

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, আগামী কয়েক বছরের মধ্যে ওয়েটিং লিস্ট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে, এর পরিবর্তে কি নতুন কিছু প্রবর্তন করার কথা ভাবা হচ্ছে? জানিয়ে রাখি, একাধিক সূত্রে দাবি করা হয়েছে যে, ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার বদলে বাড়তে থাকে ট্রেনের চাহিদার উপরে বিশেষভাবে নজর দেবে ভারতীয় রেল (Indian Railways)।

বদল এসেছে যাত্রী সংখ্যার প্যাটার্নে: (Indian Railways)

চলতি বছরে রেল যাত্রীদের সংখ্যায় ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এপ্রিল-অক্টোবর সময়ের মধ্যে নন-এসি কোচে (স্লিপার ও জেনারেল) লাফিয়ে লাফিয়ে যাত্রী সংখ্যা বাড়তে দেখা গেছে। এক্ষেত্রে প্রায় ৯৫.৩% তথা ৩৮ কোটি যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। জানিয়ে রাখি, এসি কোচে আগের বছরের তুলনায় মাত্র ৩.১ কোটি যাত্রী সংখ্যা বেড়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements