Indian Railways: কাজের ব্যস্ততার মাঝে একটু মুক্তির স্বাদ নিতে সর্বদাই ঘুরতে যেতে প্রস্তুত বাঙালি। পরিবহণ ব্যবস্থায় বিমান থাকুক বা ট্রেন, বা হোক চারচাকা গাড়ি সবেতেই বিরাট অঙ্কের টাকা খরচ হয়। তবে জানেন কি? ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থার অধীনে সাধারণ টিকিটের থেকেও কম খরচে ভিন্ন স্টেশন থেকে ৮টি ট্রেন বদলানোর সুযোগ দেওয়া হয়েছে যাত্রীদের। এই ব্যবস্থার দৌলতে খুব সহজেই ভারত জুড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পান সাধারণ মানুষ। কিন্তু কীভাবে এই ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে? জানতে হলে পড়তে হবে এই বিশেষ প্রতিবেদন।
(Indian Railways) How to change 8 trains in one ticket online
১. আপনি ‘সার্কুলার জার্নি’-এর অংশ হলে মাত্র ১ টিকিটে ৮টি ট্রেন বদলাতে পারবেন। সাধারণ টিকিটের চেয়ে এই টিকিটের দাম বেশ কম।
২. এক্ষেত্রে আপনি টিকিটের বদলে একটি স্লিপ পাবেন।
৩. এই স্লিপ স্টেশন মাস্টার বা অন্য যে কোনো আধিকারিকের কাছ থেকে পাওয়া যাবে।
৪. কাউন্টারে এই স্লিপ দেখালে টিকিট পাওয়া যাবে।
৫. উক্ত স্লিপ যে স্টেশনেই দেখাবেন, সেই স্টেশনে টিকিট মিলবে।
৬. স্লিপ দেখিয়ে টিকিট কেনার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না।
(Indian Railways) Why We don’t have to pay for ticket in Circular Journey?
১. সার্কুলার জার্নির অংশ হলে টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। এর মূল কারণ হল, সেই টিকিট ইতিমধ্যে কেউ কেটে নিয়েছে।
৩. এই অবস্থায় আপনি আপনার নাম ওয়েটিং তালিকায় পাবেন এবং ওয়েটিং টিকিট নিয়েই আপনাকে যাতায়াত করতে হবে।
৪. প্রথম স্লিপটি আবার সহজে পাওয়া যায় না। সেটি পাওয়ার জন্য আপনাকে বেশ অপেক্ষা করতে হবে।
(Indian Railways) How to Change 8 trains in one ticket IRCTC:
১. প্রথমে আপনাকে স্টেশন ম্যানেজার বা স্টেশনের অন্য কোনো উচ্চপদাধিকারী কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে।
২. আপনাকে আপনার যাওয়ার রুট সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে বা স্টেশন মাস্টারের কাছে বিস্তারিত বর্ণনা দিতে হবে।
৩. আপনার সফরের রুট অনুযায়ী টিকিটের মূল্য ঠিক করা হবে।
৪. এরপরে সেখানেই আপনি একটি আবেদনপত্র পাবেন। সেটি পূরণ করে দেওয়ার মাধ্যমে জমা দিয়ে সার্কুলার টিকিটের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
৫. উক্ত স্লিপ তথা সার্কুলার টিকিটের বদলে যে কোনো স্টেশনের রিজার্ভেশন সেন্টারে গিয়ে যে কোনো ট্রেনের টিকিট কিনতে পারবেন।
(Indian Railways) সার্কুলার টিকিটের বাধ্যতামূলক শর্ত:
সার্কুলার টিকিট পাওয়ার থাকলে আপনার সফরের রুট যেখান থেকে শুরু হয়েছে, সেখানেই শেষ হওয়া বাধ্যতামূলক।