IOCL Recruitment 2023: সুখবর! প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইওসিএল (IOCL)-এর তরফে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ৪০০-এর বেশি পদে নিয়োগ করা হবে। এই প্রতিবেদনে পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
পদের নাম: বিজ্ঞপ্তিতে একাধিক পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। উল্লিখিত পদগুলোর মধ্যে ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice), টেকনিশিয়ান (Technician), অ্যাকাউন্ট এগজিকিউটিভ (Account Executive)-এর নাম উল্লেখযোগ্য। অন্যান্য পদগুলোর নাম জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যাকে কেন্দ্র করে আইওসিএল (IOCL)-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল ৪৯০টি।
বয়সসীমা(Age Limit): পদগুলোতে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে থাকা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোন জায়গায় কাজ করতে হবে?(Office Location for IOCL application): আইওসিএল (IOCL)-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পুদুচেরী, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের নাম উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া(How to apply for the job of Indian Oil Corporation Limited?)
১. আবেদনকারী প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটের ঠিকানা www.iocl.com
৩. উক্ত ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে অ্যাপ্রেন্টিস ট্যাবে।
৪. ক্লিক করার পরে খুলবে আবেদনপত্র পূরণ করার পেজ।
৫. আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
৬. এরপরে জমা করতে হবে আবেদনের টাকা।
৭. সবশেষে সাবমিট অপশনে ক্লিক করার মধ্যে দিয়ে আবেদন করার প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন করার শেষ তারিখ(Last date for submitting application): ১০ সেপ্টেম্বর ২০২৩ সালের পরে আর আবেদন করা যাবে না।