রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Itching in Foot and Hand Meaning: পায়ের পাতা ও হাতের তালু চুলকানো কিসের ইঙ্গিত দেয়?

Itching in Foot and Hand Meaning: শরীর থাকলে সমস্যা থাকবেই। কখনও কখনও বড়ো ধরণের রোগ না হলেও হালকা ব্যথা বা চুলকানির সমস্যা দেখা যায় মানবদেহে। অনেক সময়েই বিনা কারণেই হাত-পায়…

Advertisements

Itching in Foot and Hand Meaning: শরীর থাকলে সমস্যা থাকবেই। কখনও কখনও বড়ো ধরণের রোগ না হলেও হালকা ব্যথা বা চুলকানির সমস্যা দেখা যায় মানবদেহে। অনেক সময়েই বিনা কারণেই হাত-পায় চুলকানি দেখা যায়। এই ঘটনার প্রভাব নিয়ে বাস্তুশাস্ত্রে বিশেষভাবে কিছু কথা বলা হয়েছে। কখনও এই ঘটনাকে অশুভ, আবার কখনও শুভ বলা হয়েছে। চলুন এই নিয়ে বিস্তারে জেনে নেওয়া যাক (Itching Vastu Tips)।

Itching in Foot and Hand Meaning

পায়ের তলায় চুলকালে কী হয়? (Itching in Foot and Hand Meaning)

১. বাঁ পায়ে চুলকালে: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁ পা চুলকানোর ঘটনা মোটেই ভালো নয়। এটি অশুভ বার্তা বয়ে আনে। ঠিক কোথাও বেরনোর আগে বাঁ পায়ের পাতা চুলকালে সাবধান হয়ে যাওয়া উচিত। এই অবস্থায় কোথাও না বেরোনোই ভালো। নইলে কোনো দুর্ঘটনা বা ক্ষতির মুখে পড়তে পারেন।
২. ডান পা চুলকালে: এই ঘটনাকে বাস্তুশাস্ত্রে শুভ সংকেত বলে দাবি করা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ডান পায়ের পাতা চুলকালে তা ভ্রমণের ইঙ্গিত বহন করে। এই ঘটনা মূলত কোনো আনন্দময় যাত্রার বার্তা বহন করে আনে। এক্ষেত্রে আপনার ভ্রমণযাত্রা সুরক্ষিত ও সফল সম্ভাবনা থাকে।

Advertisements

Itching in Foot and Hand Meaning

হাতে চুলকালে কী হয়? (what happens when suddenly itching occurs in palm)

১. বাঁ হাত চুলকালে: বাঁ হাতের তালু চুলকালে তা অশুভ বার্তা বয়ে আনে। এমনটা ঘটলে বুঝবেন খুব শীঘ্রই আপনার পকেট খালি হতে চলেছে। কারণ এই ঘটনা বিপুল পরিমাণে টাকা খরচ হওয়ার ইঙ্গিত বহন করে। আবার আপনার যদি বাঁ হাতের কব্জি চুলকায়, জানবেন আপনি অসুস্থ হতে পারেন।
২. ডান হাতে চুলকালে: বাস্তুশাস্ত্র অনুযায়ী ডান হাত চুলকালে তা ইতিবাচক ইঙ্গিত বহন করে। এমনটা ঘটলে জানবেন আপনি খুব শীঘ্রই অর্থলাভ করতে চলেছেন। কারণ এই ঘটনা জীবনে টাকা আসার বার্তা বহন করে। এই ঘটনার পরে হঠাৎই টাকা আসতে পারে জীবনে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements