রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Janhvi Kapoor: টাইট পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজিকা! নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন জাহ্নবী

Janhvi Kapoor: সোশ্যাল মিডিয়ায় 'বাওয়াল' করলেন জাহ্নবী। পর্দায় 'বাওয়াল' করার পরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ঘুম ওড়ালেন তিনি। সম্প্রতি নয়া লুকে প্রকাশ্যে এসে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী। জাহ্নবী কাপুরের সৌন্দর্য…

Advertisements

Janhvi Kapoor: সোশ্যাল মিডিয়ায় ‘বাওয়াল’ করলেন জাহ্নবী। পর্দায় ‘বাওয়াল’ করার পরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ঘুম ওড়ালেন তিনি। সম্প্রতি নয়া লুকে প্রকাশ্যে এসে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী। জাহ্নবী কাপুরের সৌন্দর্য সাধারণত প্রত্যেকবারই ঘায়েল করে ভক্তদের। এবারটাও অন্যথা হল না, রূপোলি পোশাকে ভিডিওতে ধরা দিতেই সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয় হয়ে উঠলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Advertisements

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ২০১৮ সালে বলিউডে অভিষেক করেন। ‘ধড়ক’ (Dhadak) সিনেমার হাত ধরে বলিউডে অভিনয়ের সফর শুরু করার পরে প্রচলিত ধারার বাইরে একটু অন্য জেনারের ছক ভাঙা চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ‘গুঞ্জন সাক্সেনা’ দ্য কার্গিল গার্ল’ (Gunjan Saxena: The Kargil Girl), ‘রুহি’ (Roohi), ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry), ‘মিলি’ (Mili) প্রভৃতির মতো সিনেমায় নিজ অভিনয়ের ছাপ ছাড়ার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

এদিকে চলতি বছরেই ২১শে জুলাই তারিখে মুক্তি পায় তাঁর নতুন সিনেমা ‘বাওয়াল’ (Bawal)। এই সিনেমায় বরুণ ধাওয়ানের (Varun Dhawan) বিপরীতে অভিনয় করতে দেখা যায় জাহ্নবীকে। এই সিনেমার প্রচারের উদ্দেশ্যে দুই অভিনেতা-অভিনেত্রীকেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। এই প্রচারকার্যের মাঝেই জাহ্নবীর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি করল।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ভাইরাল ভিডিওতে তাঁর পরণে দেখা যায় ঝলমলে রূপোলি রঙের হলোগ্রাফিক গাউন। প্লানজিং নেকলাইন বিশিষ্ট এই গাউনে খুব সুন্দরভাবে ও দক্ষতার সঙ্গে নিজেকে পেশ করেন অভিনেত্রী। লম্বা চুল মিডল পার্ট করে চুলের কিছু অংশ কাঁধের একপাশে রেখে ফটোর জন্য পোজ দেন জাহ্নবী। মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ছাড়া অঙ্গে কোনো গয়না ধারণ করেননি তিনি। এই পোশাকে স্পষ্টরূপে দৃশ্যমান থাকে জাহ্নবীর বক্ষবিভাজিকা। তাঁর এই মোহময়ী অবতারের ভিডিও থেকে কার্যত নজর ফেরানো দায় হয়ে পড়ে দর্শকদের।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements