রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Jio: এক রিচার্জে চলবে 4 ফোন! মার্কেটে কাঁপাতে দুর্দান্ত রিচার্য প্ল্যান আনলো জিও

Jio: একডাকে সবাই দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর (Reliance Jio) নাম চেনে। চিনবে নাই বা কেন? এই কোম্পানির হাত ধরেই তো ভারতে ফোর জি (4G) জনপ্রিয়তা লাভ করে। এয়ারটেল…

Advertisements

Jio: একডাকে সবাই দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর (Reliance Jio) নাম চেনে। চিনবে নাই বা কেন? এই কোম্পানির হাত ধরেই তো ভারতে ফোর জি (4G) জনপ্রিয়তা লাভ করে। এয়ারটেল (Airtel) ভারতে ফোর জি আনলেও তা সাধারণ মানুষের নাগালে আনে জিওই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই সংস্থার তরফে নানান রকমের প্ল্যান লঞ্চ করা হয়। আজকের প্রতিবেদনে রিল্যায়েন্স জিওর ফ্যামিলি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল।

Reliance Jio Family Plan

Advertisements

রিলায়েন্স জিও ফ্যামিলি প্ল্যান (Reliance Jio Family Plan):

এই প্ল্যান লঞ্চ করা হয়েছে গ্রাহকদের পরিবারের কথা মাথায় রেখে। এই প্ল্যানের অধীনে কেউ একজন রিচার্জ করলেই পুরো পরিবার উপভোগ করতে পারবে। এই প্ল্যানটি পাওয়া যাবে মাত্র ৫৯৯ টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে। এক্ষেত্রে সর্বোচ্চ ৪ জন পরিষেবা উপভোগ করার সুযোগ পাবেন। তবে জানিয়ে রাখি, এই প্ল্যান প্রিপেড গ্রাহকদের জন্য নয়। এটি উপভোগ করার সুযোগ পাবেন পোস্টপেড গ্রাহকরা।

Reliance Jio Family Plan

জিওর ৫৯৯ টাকার দুর্দান্ত প্ল্যান:

এই প্ল্যানের অধীনে গ্রাহকরা ১০০ জিবি ডেটা উপভোগ করার সুযোগ পান। ডেটা শেষ হয়ে গেলেও নো টেনশন! কারণ, ১০০ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে প্রত্যেক ১ জিবি ডেটা ব্যবহার করার জন্য ১০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ, এক্ষেত্রে মাত্র ১০ টাকাতেই গ্রাহকরা ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

এ প্ল্যানে ডেটা রোলওভার করার সুযোগও দেওয়া হয়েছে। ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার করতে পারেন গ্রাহকরা। সঙ্গে আনলিমিটেড কল ও ১০০টা ফ্রি মেসেজের সুবিধা তো থাকছেই। এই প্ল্যানের অধীনে উপভোগ করা যাবে অ্যামাজন প্রাইম, ডিজ়নি প্লাস হটস্টার ও নেটফ্লিক্সের মতো ওটিটি অ্যাপগুলো। প্ল্যানটির অধীনে অতিরিক্ত একজনকে যুক্ত করা যাবে।

Reliance Jio Family Plan

জিওর ৭৯৯ টাকার দুর্দান্ত প্ল্যান:

এই প্ল্যানে ১৫০ জিবি ডেটা পাওয়া যাবে। এতেও ২০০ জিবি ডেটা রোলওভারের সুযোগ দেওয়া হয়েছে। আগের প্ল্যানের মতোই এতেও আনলিমিটেড কল, ১০০টি ফ্রি এসএমএস ও ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অতিরিক্ত ২ জন যুক্ত হতে পারবেন।

Reliance Jio Family Plan

জিওর ৯৯৯ টাকার দুর্দান্ত প্ল্যান:

এই প্ল্যানে অতিরিক্ত ৩ জনকে যুক্ত করা যাবে। এক্ষেত্রে মোট ৩০০ জিবি ডেটা সহ আনলিমিটেড কল ও ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে ডেটা রোলওভারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫০০ জিবি পরিমাণ ডেটা রোলওভার করতে পারবেন গ্রাহকরা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements