Jio New Recharge Plan: পরিষেবা ও দুর্দান্ত অফারের জন্য ভারত জুড়ে জনপ্রিয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশের সিংহভাগ মানুষের প্রথম পছন্দ এই সংস্থা। হবে নাই বা কেন! গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নানান রকমের রিচার্জ অফার লঞ্চ করে জিও (Reliance Jio Recharge Plans)। জিওর বেশ কিছু প্ল্যানে তো বিনামূল্যে ওটিটি (Jio OTT Plans) উপভোগ করারও সুবিধা পাওয়া যায়।
আজকের প্রতিবেদনে আলোচনা করা হতে চলেছে জিওর এক প্রিপেড প্ল্যানকে (Jio Prepaid Plan) নিয়ে। এই প্ল্যানে রিচার্জ করলে কোনো রকমের অতিরিক্ত টাকা না দিয়ে ফাইভ জি আনলিমিটেড ডেটা (5G Unlimited Data) সহ ওটিটি (Jio OTT Plans) উপভোগ করার সুযোগ পাওয়া যাবে, তাও আবার পুরো এক বছরের জন্য। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।
জিওর রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan): এই প্রতিবেদন আলোচনার বিষয়বস্তু হল জিও ৩২২৭ রিচার্জ প্ল্যান (Jio 3227 Recharge Plans)। এই প্ল্যান একটানা ৩৬৫ দিন (Jio 365 days validity plan) উপভোগ করা যাবে। চলুন জেনে নেওয়া যাক, এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।
জিও ৩২২৭ রিচার্জ প্ল্যান (Jio 3227 Recharge Plans)
১. প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।
২. পুরো বছরে মিলবে ৭৩০ জিবি ডেটা।
৩. রিলায়েন্স জিও বাদে অন্য নেটওয়ার্কেও বিনামূল্যে ফোন কল করা যাবে।
৪. প্রত্যেকদিন ১০০ টি করে ফ্রী এসএমএস মিলবে।
৫. এই প্ল্যানে পাওয়া যাবে ওটিটি ব্যবহারের সুবিধা। প্রায় এক বছরের মতো অ্যামাজন প্রাইমের মোবাইল সাবস্ক্রিপশন উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে ফ্রীতে জিও সিনেমা (Jio Cinema), জিও টিভি (Jio TV) ও জিও ক্লাউড (Jio Cloud) ব্যবহার করতে পারা যাবে।