রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

২০ জিবি ডেটা, আনলিমিটেড কল, Airtel-কে কুপোকাত করতে দুর্দান্ত প্ল্যান আনল জিও

Jio: দুর্দান্ত রিচার্জ অফারের (Recharge Offer) কারণে রিলায়েন্স জিও (Reliance Jio) সারা দেশে জনপ্রিয়। এই টেলিকম সংস্থার সবচেয়ে সস্তা প্ল্যানেও মেলে আনলিমিটেড কলিং (Unlimited Calling) ও ফ্রী এসএমএস (Free SMS)-এর…

Advertisements

Jio: দুর্দান্ত রিচার্জ অফারের (Recharge Offer) কারণে রিলায়েন্স জিও (Reliance Jio) সারা দেশে জনপ্রিয়। এই টেলিকম সংস্থার সবচেয়ে সস্তা প্ল্যানেও মেলে আনলিমিটেড কলিং (Unlimited Calling) ও ফ্রী এসএমএস (Free SMS)-এর সুবিধা। নিম্নে এমনই এক সস্তা রিচার্জ প্ল্যানকে নিয়ে আলোচনা করা হল।

রিলায়েন্স জিওর ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান: (Reliance Jio 149 recharge plan)

রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা প্ল্যান হচ্ছে ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি। এই প্ল্যান সবচেয়ে সস্তা হলেও পাওয়া যায় অন্য যে কোনো সংস্থার সিমে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। গ্রাহকরা প্রত্যেকদিন পেয়ে থাকেন ১ জিবি ডেটা। জানিয়ে রাখি, এই যোজনায় ২০ দিনের বৈধতা পাওয়া যায়। এই অর্থ মাত্র ১৪৯ টাকায় ২০ জিবি ডেটা পাওয়া যাবে। এককথায় এই প্ল্যানে রিচার্জ করলে ২০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রী এসএমএস-এর সুবিধা মিলবে।

Advertisements

Jio Family Plan

রিলায়েন্স জিওর ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান: (Reliance Jio 179 recharge plan)

কেউ যদি ১৪৯ টাকার রিচার্জ না করিয়ে আর একটু বেশি সুবিধার জন্য একটু বেশি টাকার রিচার্জ করাতে চান, তাহলে ১৭৯ টাকার রিচার্জ করতে পারেন। এই রিচার্জ প্যাকে ১০০টি ফ্রী এসএমএস তো থাকছেই। সঙ্গে মিলছে আনলিমিটেড কলিং পরিষেবা ও প্রত্যেকদিন ১ জিবি করে ডেটাও। তাহলে এতে অতিরিক্ত কী পাওয়া যাচ্ছে? এতে অতিরিক্ত ৩০ টাকার বিনিময়ে ৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে ৯৬ ঘন্টার জন্য। কারণ, এই প্ল্যানের বৈধতা হল ২৪ দিন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements