Jio Recharge Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল জিও (Jio)। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে রিচার্জ প্ল্যান লঞ্চ করে এই সংস্থা। তবে সম্প্রতি এই সংস্থার নয়া সিদ্ধান্তই গ্রাহকদের বড়ো ধরণের ধাক্কা দিল। এই সংস্থার তরফে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হল। আজকের এই প্রতিবেদনে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে (which jio recharge plan has been stopped today?)।
জিওর কোন রিচার্জ প্ল্যান বন্ধ হল?(Which jio recharge plan is discontinued?)
আপনি যদি জিওর সস্তা প্ল্যানের গ্রাহক হন, তাহলে জেনে নিন আপনার খরচ আরও বাড়তে চলেছে। সম্প্রতি জিওর তরফে একটি সস্তা প্ল্যান বন্ধ করে দেওয়া হল। এটি গ্রাহকদের মধ্যে ১১৯ টাকার জিও রিচার্জ প্ল্যান (119 Jio Recharge Plan) নামে জনপ্রিয়। এই প্ল্যানটি আর গ্রাহকদের জন্য উপলব্ধ নেই (Jio 119 Plan Discontinued)।
বর্তমানে জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? (Which is the Lowest Jio Plan?)
বর্তমানে উপলব্ধ সবচেয়ে সস্তা জিও রিচার্জ প্ল্যান হল ১৪৯ টাকা। অর্থাৎ এইবার থেকে সবচেয়ে কম রিচার্জ প্ল্যানে রিচার্জ করতে গেলেও গ্রাহকদেরকে অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে।
জিওর নয়া আকর্ষণীয় রিচার্জ প্ল্যান(New Recharge Plan of Jio)
জিওর তরফে নতুন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটির মূল্য ১০৯৯ টাকা। প্ল্যানটি জনপ্রিয় হয়েছে ‘নেটফ্লিক্স বেসিক’ (Nwrflix Basic) নামে। এই প্ল্যানের অধীনে প্রত্যেকদিন ফাইভজি স্পিড সম্পন্ন ২ জিবি ডেটা পাওয়া যাবে। সবচেয়ে বড়ো ব্যাপার এই প্ল্যান গ্রাহকরা বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। জিওর এই ধরণেরই আরও একটি প্ল্যান রয়েছে। ওই প্ল্যানে প্রত্যেকদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের মূল্য ১৪৯৯ টাকা।