রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: ’12+11=16′, ১টি কাঠি সরালেই মিলে যাবে অংক, এই পাজল মেলাতে পারলেই আপনি জিনিয়াস

Matchstick Puzzle: বর্তমানে নেটজগতে ম্যাচস্টিক পাজলই চর্চিত! দুনিয়ায় নানা রকমের পাজল উপলব্ধ থাকলেও বর্তমানে ম্যাচস্টিক পাজলই (Matchstick Puzzle) ট্রেন্ডে এগিয়ে থাকতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় গেলেই এই প্রকৃতির পাজল চোখে…

Advertisements

Matchstick Puzzle: বর্তমানে নেটজগতে ম্যাচস্টিক পাজলই চর্চিত! দুনিয়ায় নানা রকমের পাজল উপলব্ধ থাকলেও বর্তমানে ম্যাচস্টিক পাজলই (Matchstick Puzzle) ট্রেন্ডে এগিয়ে থাকতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় গেলেই এই প্রকৃতির পাজল চোখে পড়ে। আপনারও যদি ম্যাচস্টিক পাজল (Matchstick Brain Teaser) সমাধান করতে ভালো লেগে থাকে, এই প্রতিবেদনে দেওয়া পাজলটি সমাধান করে দেখতে পারেন।

Matchstick Puzzle

Advertisements

Solve the Matchstick Puzzle:

আজকের প্রতিবেদনে লিখিত সমীকরণটি হল ’12 + 11 = 16’। একঝলকে মনে হতে পারে সমীকরণটি ঠিকই আছে। কিন্তু গণিতের নিয়ম মেনে অঙ্কটি যোগ করতে বসলে দেখা যাবে, এই সমীকরণটি গাণিতিকভাবে ঠিক নয়। কারণ, এতে ’12’ ও ’11’-এর যোগফলরূপে ’23’ না দিয়ে ’16’ লেখা য়য়েছে। সমীকরণের উত্তর দেখে আর বুঝতে বাকি নেই যে, এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ১টি ম্যাচস্টিক সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-







৭…… সমাধান করতে পারলেন না? আচ্ছা, কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনার জন্য সমাধান করার সুযোগ আরও একবার দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক সমাধান করতে পেরে গেছেন।







৭…… ব্যাস! এবার থামুন। কারণ, ৭ সেকেন্ড পেরিয়ে গেছে।

How to solve the Matchstick Puzzle?

কি সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-

Matchstick Puzzle

ভালো করে লক্ষ্য করে দেখুন ’11’ এর মধ্যে থাকা বাঁ দিকের ‘1’-এর দুটো ম্যাচস্টিকের নিচের দিকে থাকা ১টি ম্যাচস্টিক সরিয়ে দিলে এবং সেটি ’11’-এরই অপর ‘1’-এর মাঝ বরাবর আড়াআড়িভাবে রাখলে তা ‘4’-এর আকার ধারণ করবে। আর ’12 + 4 = 16′ হলে সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। এইভাবে সমীকরণটি নির্ভুল গাণিতিক সমীকরণে পরিণত হবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements