Viral Video: ‘কাভালা’ গানে মজার নাচের ভিডিও হল ভাইরাল (Kaavaala Funny Video)। এই ভিডিওতে এক ব্যক্তি অদ্ভুত পোশাকে অদ্ভুত নৃত্যশৈলী অবলম্বন করে নাচ করেন। ভিডিওটি দেখে রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি ‘কাভালা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকতে দেখা গিয়েছে। এই ট্রেন্ডিং গানেতেই উদ্দাম নাচ করে ভাইরাল এক ব্যক্তির ভিডিও। এই ভিডিওটি কি আপনি দেখেছেন?
এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘শিপুন দেহুরী’ (Sipun Dehuri) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিও দীর্ঘ ভিডিও নয়, মূলত শর্টস ভিডিও। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওতেই ‘কাভালা’ (Kaavaalaa) গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন ব্যক্তি (Kaavaalaa Dance Viral Video)। বহু নেটিজেন তো ভিডিওটি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন। আর হাসবেন নাই বা কেন? ব্যক্তি পরণে এক অদ্ভুত রকমের পোশাক দেখতে পাওয়া গেছে। একইসঙ্গে দেখা যায় অদ্ভুত সাজও।
ভাইরাল ভিডিওটিতে ব্যক্তির পরণে দেখা যায় কাটা একটা প্যান্ট ও শরীরে অদ্ভুতভাবে জড়ানো একটি কাপড়। হাস্যকর অঙ্গভঙ্গিতে ডান্স করতে দেখা যায় ব্যক্তিটিকে। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শুনতে পাওয়া ‘কাভালা’ গানটি রজনীকান্ত অভিনীত ‘জেলার’ (Jailer) সিনেমার মিউজিক ভিডিওর অংশ। এই মিউজিক ভিডিওটিতে নাচ করতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যেতে দেখা যায়। তামান্নার অসাধারণ ডান্স মুভ মন জয় করে নেয় দর্শকদের। উল্লেখ্য, শুধুমাত্র ভিডিওই নয়, গানও শ্রোতাদের প্লে লিস্টে জায়গা করে নেয়। পরে এই গানের জনপ্রিয়তা ছড়িয়ে যেতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় থাকা রিল ভিডিও ও শর্টসে। বর্তমানে এই গানে যেমন কিছু নৃত্যশিল্পীদের নিপুণতার সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে, তেমনই কিছু মানুষকে মজার ছলে তামান্নার নকল করেও সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। সবমিলিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে রয়েছে ‘কাভালা’ গান।