রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

APY Scheme: প্রতি মাসে পেনশন হিসেবে মিলবে 5000 টাকা, দুর্দান্ত স্কিম নিয়ে এলো মোদী সরকার

APY Scheme: বৃদ্ধ বয়সে কারোর উপরে আর্থিকভাবে নির্ভর না করতে চাইলে সময় থাকতে পেনশন স্কিমে বিনিয়োগ করা উচিত। ভারতের অন্যতম জনপ্রিয় যোজনা হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana 2023)।…

Advertisements

APY Scheme: বৃদ্ধ বয়সে কারোর উপরে আর্থিকভাবে নির্ভর না করতে চাইলে সময় থাকতে পেনশন স্কিমে বিনিয়োগ করা উচিত। ভারতের অন্যতম জনপ্রিয় যোজনা হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana 2023)। এই যোজনায় বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেক মাসে বাড়িতে বসে টাকা উপার্জন করা সম্ভব হবে।

২০১৫-১৬ সালে অটল পেনশন যোজনার সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের (Central Government) উদ্যোগে শুরু হওয়া এই যোজনার দৌলতে কোনোপ্রকারেরও পেনশন না পাওয়া ব্যক্তিরা পেনশন পাওয়ার সুযোগ পান। পেনশনের পরিমাণ বিনিয়োগকারীর বয়স ও জমা করা টাকার পরিমাণের উপরে নির্ভর করে।

Advertisements

APY Scheme

অটল পেনশন যোজনা ২০২৩ (APY Scheme)

১. এই যোজনায় যত তাড়াতাড়ি বিনিয়োগ করা যায়, তত বেশি লাভ।
২. কম বয়সে বিনিয়োগকারী ব্যক্তিদের লাভের পরিমাণ সবচেয়ে বেশি।
৩. বিনিয়োগকারীর বয়সের ১৮-৪০ বছর বয়সসীমার মধ্যে হতে হবে।
৪. ৬০ বছর বয়স অতিক্রম করলে প্রত্যেক মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পাওয়া যাবে।

জমা করা টাকার হিসাব (Calculate Premium Atal Pension Yojana)

১. ১৮ বছর বয়সে বিনিয়োগ শুরু করে ৬০ বছর বয়সের পরে মাসিক ৫০০০ টাকা আয় করতে চাইলে প্রত্যেক মাসে ২১০ টাকা জমা করতে হবে।
২. মাসিক ১০০০ টাকা আয় করতে চাইলে মাসিক ৪২ টাকা জমা করতে হবে।
৩. মাসিক ২০০০ টাকা আয় করতে চাইলে মাসিক ৮৪ টাকা জমা করতে হবে।
৪. মাসিক ৩০০০ টাকা আয় করতে চাইলে মাসিক ১২৬ টাকা জমা করতে হবে।
৫. মাসিক ৪০০০ টাকা আয় করতে চাইলে মাসিক ১৬৮ টাকা জমা করতে হবে।

APY Scheme

অটল পেনশন যোজনার অতিরিক্ত সুবিধা(Extra advantages of Atal Pension Yojana)

১. জমা করা রাশির মান: যে কোনো সময়ে জমা করা টাকার পরিমাণ নিজের প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানো যায়।
২. ট্যাক্সে ছাড়: আয়কর আইন ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
৩. নমিনি পান অতিরিক্ত সুবিধা: বিনিয়োগকারী ব্যক্তি মারা যাওয়ার পরেও নমিনি সুবিধা পেতে থাকবেন। বিনিয়োগকারীর কোনো কারণে মৃত্যু হলে নমিনি এই পেনশন যোজনার সুবিধা পাবেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements