রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়িতে বাদুড় আসা কীসের ইঙ্গিত দেয়?

Vastu Tips: বাড়িতে কিছু প্রাণী ঢুকলে শুভ ইঙ্গিত বহন করে আনে। আবার কিছু প্রাণী বাড়িতে নেতিবাচকতা টানে। এমনই এক প্রাণী হল বাদুড় (Bat)। এই প্রাণীর উপস্থিতিতে বাড়িতে একাধিক অশুভ ঘটনা…

Advertisements

Vastu Tips: বাড়িতে কিছু প্রাণী ঢুকলে শুভ ইঙ্গিত বহন করে আনে। আবার কিছু প্রাণী বাড়িতে নেতিবাচকতা টানে। এমনই এক প্রাণী হল বাদুড় (Bat)। এই প্রাণীর উপস্থিতিতে বাড়িতে একাধিক অশুভ ঘটনা ঘটতে থাকে। বাড়ির শান্তি নষ্ট হয়ে যেতে পারে, পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এককথায় বাদুড় বাড়িতে ঢোকার ঘটনা কোনোভাবেই শুভ নয়। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল (Bat Vastu Tips)।

Vastu Tips

বাদুড় বাড়িতে ঢুকলে কী হয়?(what happens if bat enters in our home?)

১. আর্থিক সমস্যা: বাস্তুশাস্ত্র অনযায়ী, বাড়িতে বাদুড় ঢোকা মোটেই ভালো কথা নয়। কারণ, এটি অশুভ ইঙ্গিত বহন করে। বাড়িতে বাদুড় এলে আর্থিক অনটন দেখা দেয়। আর্থিক লোকসানের মুখোমুখি হওয়ার পাশাপাশি ঋণের মাত্রাও বৃদ্ধি পেতে দেখা যায়।
২. সঞ্চয় ক্ষতিগ্রস্ত হয়: সঞ্চিত যে কোনো জিনিস ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা থাকে বাদুড় এলে। বিশেষ করে বাদুড় যদি খুবই ঘন ঘন আপনার বাড়িতে এসে থাকে, তখন আরওই সতর্ক হতে হবে। এমনটা না করলে সঞ্চয়ের পরিমাণ কমতে পারে।

Advertisements

Vastu Tips

৩. নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়: বাড়িতে বাদুড় এলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এর ফলে পরিবারের নানান রকমের সমস্যা ও বিবাদ দেখা দিতে পারে। এই কারণে বাস্তুশাস্ত্রে বাড়িতে বাদুড় প্রবেশ করাকে অশুভ বলে চিহ্নিত করা হয়েছে।
৪. বৈবাহিক জীবন প্রভাবিত হয়: বাড়িতে বাদুড় ঢুকলে প্রভাবিত হয় বৈবাহিক জীবন। দম্পতিদের মধ্যে থাকা মধুর সম্পর্ক নষ্ট হয়। বিবাদ দেখা দেয় এবং জীবন থেকে শান্তি চলে যায়। তাই এই প্রাণীর বাড়িতে প্রবেশ করাকে শাস্ত্রে অশুভ ইঙ্গিত বলা হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements