Government Scheme: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023) একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেন। প্রকল্পটির নাম হল ‘মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট’ (Mahila Samman Savings Certificate)। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলারাই উপভোগ করতে পারবেন। মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই এই স্বল্প সঞ্চয়ী প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য একাধিক প্রকল্প লঞ্চ করা হয়েছে। তবে এবার প্রশ্ন উঠছে যে, ‘মহিলা সম্মান সেভিংস প্রকল্প’ ভালো? না ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (Sukanya Samriddhi Yojana) ভালো? চলুন সেটাই বিশ্লেষণ করা যাক।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ (Mahila Samman Savings Certificate 2023)
১. মেয়াদ: ২ বছর।
২. বিনিয়োগের পরিমাণ: এক্ষেত্রে কমপক্ষে ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়।
৩. সুদের হার (Interest Rate): সরকারের তরফে এই প্রকল্পে ৭.৫% হারে সুদ দেওয়া হয়।
৪. বয়স: প্রাপ্ত বয়স্ক মহিলারা এতে আবেদন করতে পারবেন।
৫. এক বছর পেরিয়ে গেলে মোট টাকার ৪০% তোলা যাবে।
৬. কেউ ২০২৩ সালের অক্টোবরে টাকা বিনিয়োগ করলে ২০২৫ সালের অক্টোবরে তা ম্যাচিউর হবে।
৭. অ্যাকউন্ট খোলার প্রক্রিয়া: ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে আবেদন করার ফর্ম তুলে ফিলাপ করে, আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য জমা দিয়ে টাকা রাখলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩ (Sukanya Samriddhi Yojana 2023)
১. সুদের হার (Interest Rate): এক্ষেত্রে ৮% হারে সুদ দেওয়া হয়।
২. বয়স: কন্যা সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বয়স কমপক্ষে ১০ বছর হতে হবে।
৩. বিনিয়োগের পরিমাণ: এক্ষেত্রে বার্ষিক বিনিয়োগ করতে হয়। কমপক্ষে ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়।
৪. মেয়াদ: এক্ষেত্রে কন্যা সন্তানের বয়স ১৫ বছর হওয়া পর্যন্ত বিনিয়োগ করতে হয়।
৫. বয়স ১৮ বছর হলে পড়াশোনার জন্য ৫০% টাকা তোলার অনুমতি আছে। ২১ বছর বয়স হলে পুরো টাকাই তোলা যায়।
৬. এই প্রকল্পে আয়কর আইন ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সে সুবিধা পাওয়া যায়।
৭. পোস্ট অফিসে বা যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায়।
সঞ্চয়ের ক্ষেত্রে কোন সরকারি প্রকল্প বেশি ভালো? (Government Scheme)
১. মেয়াদ: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্বল্পমেয়াদি। সুকন্যা সমৃদ্ধি যোজনা দীর্ঘমেয়াদি।
২. বয়স: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে প্রাপ্ত বয়স্ক মহিলারাই বিনিয়োগ করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা বালিকাদের জন্য।
এবার আপনি আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্য অনুযায়ী আপনার জন্য উপযুক্ত যোজনা বেছে নিতে পারেন।