Vastu Tips: বাড়ি পরিষ্কার রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ঝাঁটা। এটির সাহায্যে বাড়ি পরিষ্কার করার জন্য কোনো ব্যাটারি বা বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন থাকে না। খুবই সহজেই ঝাঁটা ব্যবহার করে বাড়ি পরিষ্কার করা যায়। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই ঝাড়ু ব্যবহার করারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন-তখন এটি ব্যবহার করা যায় না। আবার, এই ঝাড়ু কেন্দ্রীক কিছু ঘটনা দেখলে জীবনে অশুভ কিছু ঘটতে পারে। এইসব বিষয়েই নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল (Broom Vastu Tips)।
ঝাড়ু সম্পর্কে বাস্তুশাস্ত্রের পরামর্শ(Broom related Vastu Tips)
১. ঝাড়ু দিতে দেখা: অনেক সময়েই কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরনোর সময়ে ঝাড়ু দেওয়ার দৃশ্য চোখে পড়ে। বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে অশুভ বলে চিহ্নিত করা হয়েছে। কাজে বেরনোর সময়ে ঝাড়ু দেওয়ার দৃশ্য দেখলে তা কাজ হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। যার ফলে কাজ শেষ হতে সমস্যা দেখা দিতে পারে।
২. ঝাড়ু দেওয়া: আপনি যদি দেখেন যে, আপনার পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে যাচ্ছে, তখন একদমই ঝাড়ু দেওয়া যাবে না। শাস্ত্রে এই ঘটনাকেও অশুভ বলা হয়েছে। এমনটা করে থাকলে পরিবারের সংশ্লিষ্ট সদস্য যে কাজের জন্য বাইরে যাচ্ছেন, তাঁর কাজ অসফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কয়েকগুণ বৃদ্ধি পায়।
৩. ঝাড়ু দেওয়ার সময়: বাড়িতে যে কোনো সময় ঝাড়ু দেওয়া যায় না। কয়েকটি নির্দিষ্ট সময়েই দিতে হয়। এই নিয়ম না মানলে পরিবারের ক্ষতি হতে পারে। আবার মানলে পরিবারের সদস্যদের জীবন সুখশান্তিতে ভরে যেতে পারে।
কখন ঝাড়ু দেওয়া উচিত?
সকালে ঝাড়ু দিলে তা বাড়ির জন্য খুবই ভালো। এমনটা করলে বাড়ির পরিবেশ সুখে ভরে যায় এবং পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসে।
কখন ঝাড়ু দেওয়া উচিত নয়?
ভুলেও সন্ধ্যা বেলায় ঝাড়ু দেওয়া যাবে না। এই কাজ কেউ করলে বাড়িতে আর্থিক অনটন দেখা দেবে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যাবেলায় ঝাড়ু দিলে বাড়ির ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেয়।