Gpay Cashback Tricks: বর্তমানে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের (Digital Payment System) ব্যবহার বেড়েছে। ডিজিটাল পেমেন্ট পরিষেবা উপলব্ধ থাকলে অনেকেই তা ব্যবহার করার বিকল্প বেছে নেন। ইউপিআই (UPI)-এর দৌলতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা আরও সহজ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।
বর্তমানে এই পেমেন্ট পরিষেবার মধ্যে জনপ্রিয় হয়েছে জিপে (Gpay), ফোন পে (PhonePe), পেটিএম (Paytm) প্রভৃতির মতো অ্যাপগুলো। আজকের আলোচনা গুগল পে (Google Pay)-কে নিয়ে। বহু ইউজারই অভিযোগ তুলেছেন যে, তাঁরা জিপে-তে আগের মতো ক্যাশব্যাক পাচ্ছেন না। আজকের প্রতিবেদনে ইউজারদের এই অভিযোগেরই সমাধান দেওয়ার চেষ্টা করা হল।
কীভাবে জিপে থেকে ক্যাশব্যাক পাওয়া যায়? (How to get cashback from Gpay?)
১. অন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে: পেমেন্ট করার সময়ে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করলে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রয়োজনে অন্য অ্যাকাউন্টগুলো জিপে-এর সঙ্গে যুক্ত হতে হবে।
২. কাউকে টাকা পাঠানোর সময়েও অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে: কাউকে ব্যক্তিগতভাবে টাকা পাঠানোর থাকলেও অন্য অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রেও ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে।
৩. কম পরিমাণ টাকা পাঠাতে হবে: একবারে মোটা অঙ্কের টাকা পাঠানো যায়না। অল্প অল্প করে কয়েকটি অংশে ভাগ করে পুরো টাকা পাঠাতে হবে।
৪. জিপে-এর গেমে অংশগ্রহণ করতে হবে: জিপে অ্যাপ খুললেই নানান রকমের গেমের অপশন দেখতে পাওয়া যায়। এই গেমগুলো সময় পেলে খেলতে হবে। এমনটা করলে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
৫. পেমেন্টের মোড বদলাতে থাকতে হবে: নানানভাবে টাকা পে বা পাঠাতে হবে। সাধারণত মানুষ কোনো একটা মোডেই টাকা পাঠিয়ে থাকেন। তা না করে টাকা পাঠানোর জন্য পেমেন্ট মোড বদলাতে হবে।
উপরিলিখিত পদ্ধতিগুলো মেনে চললেই ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে।