রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Blue Aadhaar Card 2023: ভারতে চালু হলো নীল ‘আধার কার্ড’, এই কার্ডে কি কি সুবিধা মিলবে? জেনে নিন

Blue Aadhaar Card 2023: আধার কার্ড (Aadhaar Card) ভারতে অন্যতম বহুল ব্যবহৃত নথি। এই নথি বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে দরকার পড়ে। সাধারণত সবার সাদা আধার কার্ডের ব্যাপারেই জানেন। তবে…

Advertisements

Blue Aadhaar Card 2023: আধার কার্ড (Aadhaar Card) ভারতে অন্যতম বহুল ব্যবহৃত নথি। এই নথি বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে দরকার পড়ে। সাধারণত সবার সাদা আধার কার্ডের ব্যাপারেই জানেন। তবে আপনি কি ব্লু আধার কার্ডের নাম শুনেছেন? সরকারি কাজে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনার কাছে আছে তো? ব্লু আধার কার্ড আসলে কী? কীভাবে পাবেন? নিম্নে বিস্তারে আলোচনা করা হল। (How to get Blue Aadhaar Card?)

ব্লু আধার কার্ড ২০২৩: Blue Aadhaar Card 2023

১. ব্লু আধার কার্ড আসলে বাচ্চাদের আধার কার্ড (Aadhar Card)।
২. ব্লু আধার কার্ডের অপর নাম হল ‘বাল আধার কার্ড’ (Baal Aadhaar Card)।
৩. বাচ্চাদের এই আধার কার্ডের রং নীল হওয়ার কারণেই এটি ব্লু আধার কার্ড নামে পরিচিতি লাভ করেছে।

Advertisements

Blue Aadhaar Card 2023

ব্লু আধার কার্ড পাওয়ার যোগ্যতা: (Eligibility to get Blue Aadhaar Card)

১. ব্লু আধার কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট মানুষের বয়স ৫ বছর বা আরও কম হতে হবে।
২. শিশুর বয়স ৫ বছরের বেশি হলে ব্লু আধার কার্ডের জন্য আবেদন করা যাবে না।

ব্লু আধার কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: (Important Notes on Blue Aadhaar Card)
১. সাধারণ আধার কার্ডে বায়োমেট্রিকের দরকার হয়। ব্লু আধার কার্ডে বায়োমেট্রিকের দরকার নেই।
২. অভিভাবকের ইউআইডি (UID) দ্বারাই শিশুদের ইউআইডি জেনারেট করার প্রক্রিয়া শুরু করা যাবে।
৩. শিশুদের বয়স প্রথমে ৫ বছর ও পরে ১৫ বছর পেরোলে আপডেট করা বাধ্যতামূলক।

Blue Aadhaar Card 2023

ব্লু আধার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া: (Application process for Blue Aadhaar Card)

১. আবেদনকারীকে প্রথমে যেতে হবে uidai.gov.in ওয়েবসাইটে।
২. এরপরে রেজিস্ট্রেশন করার কাজ শুরু করতে হবে।
৩. রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করে শিশুর নাম, শিশুর বায়োলজিক্যাল বা আইনি অভিভাবকের নাম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দ্বারা ফাঁকা স্থান পূরণ করতে হবে।
৪. তারপরে অ্যাপয়েনমেন্ট অপশন বেছে নিতে হবে।
৫. স্থানীয় এনরোলমেন্ট কেন্দ্রে গিয়ে অ্যাপয়েনমেন্ট ঠিক করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে।
৬. এরপরে আপনি একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন। এর দ্বারাই আধার তৈরির প্রক্রিয়া ট্র্যাক করতে পারা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements