APAAR Card: খুব শীঘ্রই সূচনা হতে চলেছে ‘আপার’-এর। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশিকা সমস্ত রাজ্যের কাছে পাঠানো হয়ে গেছে। ‘আপার’ কী? এর দ্বারা দেশবাসীর কী লাভ হবে? এই সমস্ত প্রশ্নের উত্তরই নিম্নে দেওয়া হল।
আপার তথা ‘ওয়ান নেশন ওয়ান আইডি’ কী? (What Is APAAR Card)
১. ‘আপার’ (APAAR)-এর সম্পূর্ণ নাম হল ‘অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি’ (Automated Permanent Academic Account Registry)।
২. ‘আপার’ ব্যবস্থা ‘ওয়ান নেশন ওয়ান আইডি’ (One Nation One Id) নামেও পরিচিতি লাভ করেছে।
৩. এটি মূলত এডুকেশন ইকোসিস্টেম রেজিস্ট্রি ব্যবস্থার অন্তর্গত, যা ‘এডুলকার’ (Edu Locker) নামেও পরিচিতি লাভ করেছে।
৪. এই এনরোলমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে পরবর্তীকালে পড়ুয়াদের শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
‘ওয়ান নেশন ওয়ান আইডি’র সুবিধা (Advantages of APAAR Card)
১. ‘আপার’ তথা ‘ওয়ান নেশন ওয়ান আইডি’ ব্যবস্থার মাধ্যমে পড়ুয়ারা একটি আইডি নম্বর পাবে, যা সারাজীবন ব্যবহার করা যাবে।
২. উক্ত আইডি নম্বরের মাধ্যমে নিজস্ব অ্যাকাডেমিক নম্বর, সাফল্য সবকিছু এক স্থানে পাওয়া সম্ভব হবে।
৩. পড়ুয়ারা নিজেদের মার্কশিট সংক্রান্ত তথ্য, শিক্ষায় সফলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অলিম্পিয়াডসে স্থান অধিকার করা বা কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়া সহ নানান রকমের তথ্য এতে পাওয়া যাবে।
৪. এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হলে তথ্য অ্যাক্সেস করতে অসুবিধার মুখে পড়তে হবে না পড়ুয়াদের। কারণ এতে খুব সহজেই ডিজিটালি তথ্য উপলব্ধ থাকবে।
‘আপার’/ ‘ওয়ান নেশন ওয়ান আইডি’তে এনরোল করার প্রক্রিয়া (Enrollment process of APAAR Card)
১. এক্ষেত্রে এনরোলমেন্টের কাজ স্কুলেই হবে। বাইরে কোথাও হবে না। পড়ুয়াদের অভিভাবকরা সম্মতি দেওয়ার পরেই এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হবে। অভিভাবকরা যে কোনো সময় অসম্মতি প্রদর্শন করতে পারেন।
২. সরকারের তরফে জানানো হয়েছে যে, যদি কখনও প্রয়োজন হয়, তখন এই আইডি নম্বর সংক্রান্ত তথ্য শুধুমাত্র কিছু নির্দিষ্ট সরকারি সংস্থার সঙ্গেই শেয়ার করা হবে।