রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

LIC Policy: প্রতি মাসে মিলবে 16000 টাকা পেনশন, দুর্দান্ত স্কিম আনল LIC

LicLIC Policy: বয়স ও উপার্জনের পথ থাকতে ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ শুরু করা উচিত। বিনিয়োগ নানান খাতে করার পাশাপাশি পেনশন প্ল্যানেও বিনিয়োগ করা ভালো। জীবনের এই পদক্ষেপে ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত…

Advertisements

LicLIC Policy: বয়স ও উপার্জনের পথ থাকতে ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ শুরু করা উচিত। বিনিয়োগ নানান খাতে করার পাশাপাশি পেনশন প্ল্যানেও বিনিয়োগ করা ভালো। জীবনের এই পদক্ষেপে ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত থাকে। এলআইসি-র একটি দুর্দান্ত পেনশন প্ল্যান (LIC Pension Plan) আছে, এই প্ল্যানে বিনিয়োগ করলে মাসিক ১৬০০০ টাকা পাওয়া যাবে। প্ল্যানটির নাম হল ‘এলআইসি জীবন অক্ষয় পলিসি’ (LIC Jeevan Akshay Policy)। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।

LIC Policy

এলআইসি জীবন অক্ষয় পলিসিতে বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Important notes on LIC Jeevan Akshay Policy Investment)

১. বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স যথাক্রমে ৩০ বছর হতেই হবে।
২. এই বীমায় এককালীন বিনিয়োগ করতে হয়।
৩. বিনিয়োগকারী নিজের ইচ্ছে মতো সময়ে অর্থাৎ প্রত্যেক মাসে বা ৩ মাসের মাথায় বা ৬ মাসের মাথায় বা ১ বছরের মাথায় পেনশন নিতে পারেন।
৪. প্ল্যান চালু হয়ে গেলে আর পেমেন্ট বিকল্প বদলানো যাবে না।

Advertisements

LIC Policy

এলআইসি জীবন অক্ষয় পলিসিতে পেনশনের পরিমাণ(LIC Jeevan Akshay Policy Pension amount)

১. এই বীমায় বিনিয়োগ করতে গেলে কমপক্ষে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
২. বীমাটিতে বিনিয়োগের কোনো ঊর্ধসীমা নেই।
৩. বীমাটিতে বিনিয়োগের পরিমাণের সঙ্গে পেনশনের পরিমাণ সমানুপাতিক হারে বাড়ে। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বাড়লে, সেটার সঙ্গে পেনশনের পরিমাণও বৃদ্ধি পায়।
৪. কোনো ব্যক্তি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি পেনশন হিসাবে বার্ষিক ১২ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাওয়া যাবে।
৩. বিনিয়োগ করা টাকার পরিমাণ ৫ লক্ষ টাকা হলে বার্ষিক পেনশন হিসাবে ২৮ হাজার ৬২৫ টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে প্রত্যেক মাসে ২৩১৫ টাকা করে মিলবে। ত্রৈমাসিক পেনশন পেতে চাইলে পাওয়া যাবে ৬৯৮৮ টাকা। কেউ ৬ মাসের মাথায় চাইলে ১৪ হাজার ৮৮ টাকা পাবেন।

LIC Jeevan Akshay Policy 2023

প্রত্যেক মাসে কীভাবে ১৬০০০ টাকা মিলবে? (Lic Policy)

১. পেনশনরূপে প্রত্যেক মাসে ১৬০০০ টাকা পেতে চাইলে ৩৫ লক্ষ টাকা জমা করতে হবে।
২. ৩৫ লক্ষ টাকার বিনিয়োগে প্রত্যেক বছরে ২ লক্ষ ৩৭০০ টাকা, ৬ মাসের মাথায় ১ লক্ষ ২৭৫ টাকা, ৩ মাসের মাথায় ৪৯ হাজার ৭৪৪ টাকা, প্রত্যেক মাসে ১৬ হাজার ৪৭৯ টাকা পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements