রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

West Bengal Education Policy: অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা, রাজ্যে আসতে চলেছে নয়া শিক্ষানীতি

West Bengal Education Policy: রাজ্য শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্তের দৌলতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন। রাজ্য সরকার পুরোপুরিভাবে জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে প্রয়োগ করার বিষয়টি খারিজ করে দেওয়ার পরে…

Advertisements

West Bengal Education Policy: রাজ্য শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্তের দৌলতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন। রাজ্য সরকার পুরোপুরিভাবে জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে প্রয়োগ করার বিষয়টি খারিজ করে দেওয়ার পরে নয়া শিক্ষানীতি ঘোষণার কথা জানায়। এই সিদ্ধান্তের অধীনে রাজ্যের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়াতেই উল্লেখ করা হয়েছে অষ্টম, নবম ও দশম শ্রেণীতে নয়া পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা। এই সিদ্ধান্তই বর্তমানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে? ঠিক কী বলা হয়েছে?

পশ্চিমবঙ্গ শিক্ষানীতি ২০২৩ (West Bengal Education Policy 2023)

West Bengal Education Policy

Advertisements

পশ্চিমবঙ্গের নয়া শিক্ষানীতি অনুযায়ী এবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা আর শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীতে হবে না। এই পরীক্ষা হবে অষ্টম, নবম ও দশম শ্রেণীতেও। জানা গেছে যে, রাজ্য সরকারের এই শিক্ষানীতি কার্যকরী হবে আগামী ৩ বছরের মধ্যে। এই বিষয়ে রাজ্য শিক্ষা দফতরের তৈরি করা কমিটি পরিকল্পনা কেন্দ্রীক সুপারিশও জমা দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। এই খসড়ায় ৮ম শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে রাজ্যের বিরোধিতা (States disagreement on National Education Policy)

West Bengal Education Policy

জাতীয় শিক্ষনীতিতে পড়ুয়াদের পছন্দের বিষয় বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, পড়ুয়ারা নবম শ্রেণী থেকে বিষয় সিলেক্ট করার সুযোগ পাবে। এই বিকল্পেরই বিরোধিতা করেছে রাজ্য শিক্ষা দফতর। এই দফতরের কথায়, বিষয় বেছে নেওয়ার বিকল্প দিলে পড়ুয়াদের চাপ আরও বাড়বে বৈকি কমবে না। আর এই কারণে ৪ +৪ + ২ + ২ ব্যবস্থাই পড়ুয়াদের জন্য রাজ্যে চালু রাখতে চায় রাজ্য শিক্ষা দফতর

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements