Wifi Password Trick: বর্তমানে হাতে হাতে স্মার্টফোন! আট থেকে আশি সবারই দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্ক্রিনটাচ ফোন। এই ফোনের সর্বোচ্চ উপভোগ করতে চাইলে ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক। মানুষ সাধারণত ফোনে ইন্টারনেট প্যাক ভরিয়ে রাখেন। কিন্তু অনেক সময় এই প্যাক শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। বহুবার দরকারি কাজও আটকে যায় পর্যাপ্ত নেট না থাকার কারণে। এই অবস্থায় অন্যের নেট ব্যবহার করার দরকার পড়ে।
অন্যের নেট ব্যবহার করার জন্য নিজের ফোনের ওয়াইফাই ফিচার ব্যবহার করতে হয়। কিন্তু পাসওয়ার্ড না জানা থাকলে অন্যের নেট ব্যবহার করা যায় না। অনেকসময় কেউ পাসওয়ার্ড জানাতে রাজি হয়ে গেলেও, আবার ভুলভাল বলে। এক্ষেত্রে আপনি একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিতে সামনের জনকে না জানিয়েই আপনি তাঁর ফোনের ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিতে পারবেন। (How to know others wifi password?)
অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড জানার পদ্ধতি (Wifi Password Trick)
১. হাতে ফোন নিয়ে প্রথমে যেতে হবে সেটিংসে (Settings)। এই সেটিংসে গিয়ে খুঁজতে হবে ‘কানেকশন’ (Connection) শব্দটি। কোনো কোনো ফোনেতে ‘নেটওয়ার্ক এন্ড কানেকটিভিটি’ও (Network & Connectivity) লেখা থাকতে পারে।
২. উক্ত অপশনে ক্লিক করে ‘ওয়াইফাই’ (Wifi) অপশন খুঁজতে হবে।
৩. সেটাতে ক্লিক করে ‘ওয়াইফাই কানেক্ট’-এ ক্লিক করতে হবে।
৪. এরপরে অন্যের ফোনের হটস্পটের কিউআর কোড ওপেন করতে হবে।
৫. কিউআর কোডটির ফটো তুলে রাখতে হবে।
৬. এরপরে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এই অ্যাপের সার্চ বারে গিয়ে ‘কিউআর কোড এন্ড বারকোড’ (QR Code & Bar Code) লিখতে হবে। এই অ্যাপ ডাউনলোড করে নিয়ে নিজের ফোনে ইন্সটল করতে হবে।
৭. নতুন করে ইন্সটল করা অ্যাপটি ওপেন করে নিয়ে কিউআর কোডের ফটোটি আপলোড করতে হবে। এমনটা করলেই পাসওয়ার্ড দেখতে পাওয়া যাবে।