PAN and PRAN Card Difference: প্যান কার্ড (PAN Card) ও প্রাণ কার্ডের (PRAN Card) নাম শুনেছেন? এই দুই কার্ডের নাম শুনতে প্রায় একই মনে হলেও ভিন্ন প্রকৃতির ব্যবহারিক ও কার্যকরী বৈশিষ্ট্য রয়েছে দুই কার্ডের। আর্থিক লেনদেনের কাজে কার্ড দুটি ব্যবহার করা হয়। এই দুই কার্ডের বৈশিষ্ট্য কী? কার্ড দুটি কীসে ব্যবহৃত হয়? দুই কার্ডের পার্থক্য কী? সমস্ত প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে দেওয়া হল।
প্যান কার্ড কী? (What is PAN?)
১. আয়কর দফতর (Income Tax department) প্যান কার্ড ইস্যু করে।
২. প্যান কার্ডের পুরো নাম হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number)।
৩. এই কার্ড ১০ ডিজিটের আলফা-নিউম্যারিক নম্বর নিয়ে গঠিত।
৪. করদাতাদের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। আইটিআর ফাইলিং ও রিফান্ডের ক্লেম সহ অন্যান্য কাজে প্যান কার্ডের দরকার পড়ে।
প্রাণ কার্ড কী? (What is PRAN?)
১. ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটারি লিমিটেড (National Security Depository Limited) প্রাণ কার্ড ইস্যু করে।
২. প্রাণ কার্ডের পুরো নাম হল পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Retirement Account Number)।
৩. এই কার্ড ১২ ডিজিটের ইউনিক নম্বরের সমন্বয়ে গঠিত।
৪. ন্যাশনাল পেনশন স্কিমের (National Pension Scheme) উপভোক্তাদের এই কার্ড থাকা বাধ্যতামূলক।
৫. এনপিএস সংক্রান্ত লেনদেন ট্র্যাক করতে সাহায্য করে প্র্যান কার্ড।
প্যান ও প্রাণ কার্ডের তুলনা (PAN and PRAN Card Difference)
প্যান কার্ডের ব্যবহার (How To Use PAN Card)
১. প্যান কার্ড আয়কর ও অন্যান্য আর্থিক লেনদেনের কাজে দরকার হয়।
২. এটা সাধারণত বৈধ কেওয়াসি (KYC) ডকুমেন্ট হিসাবে কাজ করে।
৩. এই কার্ড একজন সাধারণ মানুষ সহ ব্যবসায়ী সবারই থাকতে পারে।
৪. প্যান কার্ডে আবেদন করার জন্য পরিচয়ের প্রমাণপত্র, একটি ফটো, ঠিকানার প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র দরকার।
৫. আয়কর দফতর প্যান কার্ড রেকর্ডে নজরদারি করে।
৬. আয়কর আইন অনুযায়ী, একজন প্যান কার্ড হোল্ডার একাধিক প্যান কার্ড রাখতে পারেন না। এককথায় অনুমতি নেই।
প্রাণ কার্ডের ব্যবহার (How To Use PRAN Card)
১. এনপিএস উপভোক্তাদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ও তাঁদের পেনশনের টাকা ট্র্যাক করার জন্য এই কার্ড ব্যবহার করা হয়।
২. এই কার্ড এনপিএস হোল্ডারদের ইউনিক আইডি হিসাবে কাজ করে। সমস্ত এনপিএস বিনিয়োগকারীরাই এই কার্ড পান।
৩. এনএসডিএল পোর্টালের মাধ্যমে প্রাণ কার্ডের জন্য আবেদন জমা করা যেতে পারে।
৪. প্র্যান কার্ডের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীর ফটো, আবেদনপত্র, কেওয়াইসি ডকুমেন্ট দরকার।
৫. সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সি (Central RecordKeeping Agency) প্রাণ কার্ডের রেকর্ডে নজরদারি চালায়।
৬. একজন এনপিএস উপভোক্তার শুধুমাত্র একটিই প্রাণ কার্ড থাকতে পারে।