রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Indian Highest Paid Actress: মিনিট প্রতি ১ কোটি টাকা, চিনে নিন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীকে

Indian Highest Paid Actress: উর্বশী রৌটেলার (Urvashi Rautela) নাম কমবেশি সবাই জানেন। বলিউড ডিভাদের মধ্যে একজন তিনি। এই অভিনেত্রী বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'সিং সাব…

Advertisements

Indian Highest Paid Actress: উর্বশী রৌটেলার (Urvashi Rautela) নাম কমবেশি সবাই জানেন। বলিউড ডিভাদের মধ্যে একজন তিনি। এই অভিনেত্রী বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিং সাব দি গ্রেট’ (Singh Saab The Great) সিনেমার হাত ধরে। যদিও ২০১৬ সালের ‘সানাম রে’ (Sanam Re) সিনেমার মাধ্যমে দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এই সিনেমায় তিনি প্রধান চরিত্রে না থাকলেও, তাঁর সৌন্দর্য ও উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের।

Indian Highest Paid Actress

Advertisements

তাঁর অভিনয় জীবনের সূত্রপাত ঘটে সানি দেওলের (Sani Deol) সিনেমায় অভিনয় করার মাধ্যমে। এরপরে তিনি একাধিক সিনেমায় ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন। বেশিরভাগ ফ্লপ সিনেমার সঙ্গে তাঁর নাম জড়িত থাকলেও, তাতে হয়তো উর্বশীর কিছুই যায় আসে না! কারণ বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি। আপনি কি জানেন? প্রতি মিনিট পিছু ১ কোটি টাকা নিয়েছেন উর্বশী। হ্যাঁ, এটাই সত্যিই। তিনি এক একটা মিনিটের জন্য এক কোটি টাকা নিয়েছেন। কিন্তু কোন সিনেমার জন্য তাঁর এত দর? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

Indian Highest Paid Actress

তিনি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির (South Indian Film Industry) দৌলতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীতে পরিণত হয়েছেন। তেলেগু সুপারস্টার রাম পোথিনেনির এক সিনেমা ভবিষ্যতে বড়ো পর্দায় দেখা যাবে। সেই সিনেমাতেই পারফর্ম করার জন্য প্রতি মিনিটে ১ কোটি টাকা নিচ্ছেন তিনি। জানলে অবাক হবেন, মাত্র ৩ মিনিটের জন্য তাঁকে দেখা যাবে সিনেমায়। আর এই কারণেই ৩ মিনিটে মোট ৩ কোটি পেয়ে মিনিট প্রতি পারিশ্রমিকের ভিত্তিতে দীপিকা, আলিয়াকে পিছনে ফেলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়ে গেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁকে পারিশ্রমিক কেন্দ্রীক প্রশ্ন করা হলে উর্বশী বলেন, “এটা তো খুব ভালো বিষয়। নিজের ক্ষমতায় অভিনয় জগতে আসা অভিনেতা-অভিনেত্রীরা সবাই যেন এই দিন দেখার সুযোগ পান”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements