রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: তুলসী গাছে সিঁদুর-হলুদ দিয়ে করুন এই প্রতিকার! ঘুচে যাবে অর্থসংকট

Vastu Tips: হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হল কার্তিক মাস। স্কন্দ পুরাণে এই মাসকে 'সর্বশ্রেষ্ঠ মাস' বলে অভিহিত করা হয়েছে। কার্তিক মাসে কেউ যদি তুলসী গাছকে নিয়ে বিশেষ কিছু…

Advertisements

Vastu Tips: হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হল কার্তিক মাস। স্কন্দ পুরাণে এই মাসকে ‘সর্বশ্রেষ্ঠ মাস’ বলে অভিহিত করা হয়েছে। কার্তিক মাসে কেউ যদি তুলসী গাছকে নিয়ে বিশেষ কিছু নিয়ম পালন করেন, তাহলে তাঁরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পান। এই মাসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো একইসঙ্গে করলেও ইতিবাচক ফল মেলে।

Vastu Tips

কার্তিক মাসে তুলসীকে প্রতিকারের উপকারিতা (Benefits of Tulsi Remedies in Kartik Month)

১. বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়।
২. সুখশান্তিতে ভরে যায় পরিবারের সদস্যদের জীবন।
৩. মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে জীবন থেকে অভাব বিদায় নেয়।

Advertisements

বাস্তুমতে মা তুলসীর কী উপায়ে প্রতিকার করা উচিত? (How to Tulsi be treated?)

১. মা তুলসীকে জল অর্পণ: সূর্য উদয় হওয়ার আগে ঘুম থেকে উঠে যেতে হবে। উঠে ফটাফট স্নান সেরে নিতে হবে। স্নান করে নিয়ে শুদ্ধ জামা কাপড় পরে পরবর্তী নিয়মবিধি পালন করতে হবে। সূর্যদেব ও ইষ্টদেবতার কাছে জল নিবেদন করার পরে মা তুলসীর কাছে জল অর্পণ করার কাজ সম্পন্ন করতে হবে।
২. মা তুলসীকে হলুদ ও সিঁদুর দান: হলুদ ও সিঁদুর দান করারও বিশেষ রীতি রয়েছে। ভুল নিয়ম অবলম্বন করা উচিত নয়। সঠিক নিয়ম মেনে করতে চাইলে কার্তিক মাসে একটি ঘি-এর প্রদীপ নিতে হবে এবং তুলসী গাছের সামনে জ্বালাতে হবে। এরপরে হয় নিজের চারিদিকে ২বার নয়তো তুলসী মঞ্চের চারিদিকে ৭বার প্রদক্ষিণ করতে হবে।

Vastu Tips

মা তুলসীকে জল অর্পণ করার সঠিক সময় (Proper time to offer water to Tulsi)

১. বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছে জল নিবেদন করার সঠিক সময় হচ্ছে কার্তিক মাসের ব্রাহ্ম মুহূর্ত।
২. ব্রাহ্ম মুহূর্ত বলতে বোঝায় সূর্য ওঠা থেকে সর্বনিম্ন ৪৮ মিনিট ও সর্বোচ্চ ৩ঘন্টা সময়সীমাকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements