রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

হয়ে যান সাবধান! দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা, হাই এলার্ট জারি IMD-এর

Weather Update: অনেক আগেই আবহাওয়া দফতরের (Weather Department) তরফে বাংলায় নিম্নচাপের প্রভাব দেখা দেওয়ার আশঙ্কা জারি করা হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশ্যে আসার আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Department Forecast) বঙ্গবাসীর মনে…

Advertisements

Weather Update: অনেক আগেই আবহাওয়া দফতরের (Weather Department) তরফে বাংলায় নিম্নচাপের প্রভাব দেখা দেওয়ার আশঙ্কা জারি করা হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশ্যে আসার আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Department Forecast) বঙ্গবাসীর মনে স্বস্তি দিল। পূর্বাভাস অনুযায়ী, বাংলার মাটিতে নিম্নচাপের অল্প প্রভাব দেখা যাবে এবং বাকিটা চলে যাবে বাংলাদেশে (Bangladesh)। চলুন জেনে নেওয়া যাক, কোথায় কেমন বৃষ্টি হতে পারে।

Weather Update

পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট (West Bengal Weather Update)

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি রাজ্যের তিন জেলায় হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। এই জেলার নামগুলো হল পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। আবার মাঝারি মানের বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে। একইসঙ্গে উপকূলবর্তী অঞ্চলে দমকা বাতাস বইতে পারে বলে দাবি করা হয়েছে। বাতাসের গতিবেগ ৬০-৭০ কিমি/ঘন্টা হওয়ার জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এইজন্যই আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Advertisements

Weather Update

নিম্নচাপের জেরে সৃষ্টি হওয়া ঝড়-বৃষ্টির কারণে একাধিক এলাকা প্রভাবিত হতে পারে বলে দাবি করা হয়েছে। যার ফলে দেখা দিয়েছে ঝড়-বৃষ্টির আশঙ্কা। এই বিষয়ে বিশেষজ্ঞদের তরফে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হলে যে সমস্ত সমস্যা তৈরি হতে পারে, সেগুলো হল-

১. ধান:প্রবল পরিমাণে ঝড়-বৃষ্টি হলে পাকা ধান খারাপ হয়ে যেতে পারে।
২. সবজি: শীতে নানান রকমের সবজি চাষ করেন চাষীরা। অতিরিক্ত বৃষ্টিতে সবজি পচে যেতে পারে।
৩. আলু: বৃষ্টির কারণে মাটি ভিজে গেলে প্রভাবিত হতে পারে আলুচাষও। এই আশঙ্কায় অনেকেই আলুচাষ শুরু করার কাজ পিছিয়ে দিতে পারে।
৪. বিশ্বকাপ সেমিফাইনাল: ১৬ নভেম্বর তথা আজকে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। এই অবস্থায় বৃষ্টি হলে বিশ্বকাপের এই ম্যাচে বড়োসড়ো বিঘ্ন ঘটতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements