Knowledge Story: ভারতে অসংখ্য সাপ রয়েছে। গ্রামাঞ্চলে ঝোপঝাড়ে বা শহরাঞ্চলে নালা-নর্দমায় নানা রকমের সাপ দেখতে পাওয়া যায়। বর্ষাকালে এই সাপের উপদ্রব অন্য সময়ের থেকে আরও বেশি বেড়ে যেতে দেখা যায়। আজকাল প্রায়শই বাড়িতে সাপ ঢুকে যাওয়ার খবর শুনতে পাওয়া যায়। এই সাপগুলো বিষাক্ত হয়ে থাকলে এবং কামড়ে দিলে মানুষ প্রাণও হারাতে পারে। অনেকেই জানেন না যে, না মেরেও সাপ তাড়ানো যায় (Snake Repellent Plant)। এক্ষেত্রে সাহায্য করতে পারে কিছু গাছ। আজকের এই প্রতিবেদনে সেই গাছগুলোকে নিয়েই আলোচনা করা হল (Snake Repellent tips)।
সাপ থেকে বাঁচতে বাড়িতে কোন গাছ লাগানো উচিত?(Which plants help to keep snakes away from home?)
সাপের (Snake) আক্রমণ থেকে বাড়িকে বাঁচাতে সাহায্য করতে পারে এমন অনেক গাছ রয়েছে। তবে এর মধ্যে লেমনগ্রাস (Lemongrass), অ্যালিয়াম (Allium) ও ওয়ার্মউডের (Wormwood) নাম উল্লেখযোগ্য। এই গাছগুলো বাড়িতে লাগানো হলে সাপ ভুলেও বাড়ির দিকে এগোবে না। দূর থেকেই পালিয়ে যাবে।
(Knowledge Story) জানুন, কোন গাছ বাড়িতে থাকলে সাপ, বিষাক্ত পোকা কখনও ঘরে ঢুকবে না
দাবি করা হয়েছে লেমনগ্রাস (Lemongrass), অ্যালিয়াম (Allium) ও ওয়ার্মউডের (Wormwood) গাছগুলোর ফুল সাপ তাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে। এই গাছগুলোর ফুলের গন্ধ সাপেদের কাছে অসহ্যকর। তাই এই ফুলগুলোর গন্ধ সহ্য করতে না পেরে সাপ বাড়ি থেকে পালিয়ে যায়।
উল্লেখ্য, এই গাছ বাড়িতে থাকলে শুধুমাত্র সাপ নয়, অন্যান্য পোকামাকড়ও বাড়ি থেকে দূরে চলে যায়। কোনো রকমের বিষাক্ত কীট বাড়িতে প্রবেশ করতে পারে না।
সতর্কবার্তা:
১. লেমনগ্রাস (Lemongrass), অ্যালিয়াম (Allium), ওয়ার্মউড (Wormwood) প্রভৃতি বাড়িতে লাগানোর আগে বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিতে পারেন।
২. কোনোভাবে যদি কোনো সাপ বাড়িতে ঢুকে পড়ে এবং কাউকে কামড়ে দেয়, তাহলে সবার আগে তাঁকে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে।