Kolkata Durga Puja Theme 2023: মা আসছেন! অপেক্ষার মাত্র কয়েকটা দিন। এরপরেই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে মর্ত্যে আসবেন মা দুর্গা। তাঁর আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলার বুকে। পরিকল্পনায় কোনো রকমেরও খামতি না রেখে পুজো উদ্যোক্তারা কোমর বেঁধে নেমে পড়েছেন কাজে।
একটু চোখ পাতলেই দেখা যাবে কোথাও সাবেকি পুজো তোড়জোড় চলছে, আবার কোথাও প্রস্তুতি চলছে থিম পুজোর। সাধারণদের মধ্যে কেউ বিশেষ প্ল্যান বানিয়ে ফেলেছেন, আবার কেউ শপিং শুরু করে দিয়েছে। এইসবের মাঝে এক ফেসবুক ব্যবহারকারী আপলোড করলেন কলকাতা জুড়ে থাকা বিভিন্ন পুজো কমিটির থিমের তালিকা। চলুন, এই তালিকাতেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক (Kolkata Durga Puja Theme 2023)।
ক্লাব ও পুজোর থিম ২০২৩ (Kolkata Durga Puja Theme 2023)
১. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব – প্যারিসের ডিজনিল্যান্ড।
২. সন্তোষ মিত্র স্কোয়ার – অযোধ্যার রাম মন্দির।
৩. তেলেঙ্গাবাগান সার্বজনীন- প্রান্তজনের আত্মকথন।
৪. ৬৬ পল্লী- দুর্গার মাটি, মাটির দুর্গা।
৫. করবাগান সার্বজনীন- আদৃশ্য বাঁধন।
৬. অগ্রদূত উদয়ন সংঘের থিম – যা দেবী সর্বভূতেষু।
৭. চক্রবেড়িয়া সার্বজনীন – অনুভূতি-বন্ধন-ভাঙন।
৮. বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব- মুখোমুখি।
৯. আরবিন্দ সেতু সার্বজনীন- জীবনচক্র।
১০. পাথুরিয়াঘাটা ৫-র পল্লী – এ বার অবগুণ্ঠন খোলো।
১১. অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব- জ়ুমরফিজ়ম।
১২. আহিরীটোলা সার্বজনীন- অবিনশ্বর।
১৩. বাদামতলা আষাঢ় সংঘ – প্রতিরূপ।
১৪. দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি- আলাপন।
১৫. বেলেঘাটা ৩৩ পল্লি- শৈলাতি।
১৬. কাঁকুড়গাছি যুবকবৃন্দ- সম্প্রদায়।
১৭. ভবানীপুর স্বাধীন সংঘ- স্মরণে স্মরণীয়।
১৮. টালা প্রত্যায় – কহন।
১৯. আহিরীটোলা যুবকবৃন্দ- আমার দুর্গা।
২০. উল্টোডাঙা বিধান সংঘ- দু’মুঠো চাল।
২১. কুমোরটুলি পার্ক সার্বজনীন – অ্যামবিশন।
২২. উল্টোডাঙা পল্লিশ্রী- অন্তরের অনুভূতিতেই শিল্পের সৃষ্টি।
২৩. নলিন সরকার স্ট্রিট সার্বজনীন- সম্ভাবনা।
২৪. আরবিন্দ সেতু সার্বজনীন- জীবনচক্র।
২৫. কলেজ স্কোয়ার সার্বজনীন – মহীশূর প্যালেস।
২৬. আলিপুর ৭৮ পল্লী – যান্ত্রিক।
২৭. চেতলা অগ্রণী- যে যেখানে দাঁড়িয়ে।
২৮. কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব – ইচ্ছাপূরণ।
২৯. সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব- শুদ্ধসূচি।
৩০. বন্ধুদল স্পোর্টিং ক্লাব- অঙ্গীকার।