Viral Video: জনপ্রিয় হরিয়ানভি গানেতে নেচে খবরের শিরোনামে হরিয়ানার এক যুবতী। যুবতীকে স্টেজে উঠে হরিয়ানভি গানে উদ্দাম নাচতে দেখা যায় (Hariyanvi Dance Viral Video)। এই ভিডিও খুব সহজেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল (Dance Viral Video) হয়ে যায়। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন। আপনি এই ভিডিও দেখেছেন নাকি?
ভিডিওতে শোনা যায় ‘তেরে রাতে বাধগে’ (Tere Rate Badhge) গান। এই গান মূলত হরিয়ানা রাজ্যের আঞ্চলিক ভাষায় এক গান। এই গানটি প্রকাশ্যে আসার পরই ট্রেন্ডিংয়ে থাকতে দেখা যায়। বহু তাবড় তাবড় ডান্সারদের এই গানে রিল ভিডিও বানাতে দেখা গেছে। এইবার এই গানেতেই নেচে দর্শকদের মন জয় করে নিলেন যুবতী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘হরিয়ানভি ডিজে ঠুমকা’ (Haryanvi DJ Thumka) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম কোমাল চৌধরী (Komal Chaudhary) ভিডিওটিতে দৃশ্যমান যুবতীকে সুতোর কারুকার্য করা নীল রঙের সালোয়ার কামিজ পরে থাকতে দেখা যায়। সঙ্গে গলায় ভিন্ন রঙের ওড়না নিয়ে চুল খুলে রেখে জনপ্রিয় হরিয়ানভি গানে (Trending Haryanvi Song) ভরপুর এনার্জি নিয়ে ডান্স করতে দেখা যায় কোমালকে। যুবতীর নাচের এই ভিডিও বহু দর্শকেরই ভালো লেগেছে। অনেকেই যুবতীর নাচের প্রশংসা করেছেন।
ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর এনার্জেটিক নাচ বহু দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ভিডিও ইতিমধ্যে ১.২ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।