Lottery Winning Tricks: বহু মানুষই আছেন, যারা রোজের উপার্জনের থেকে একটু বেশি উপার্জন করতে চান। অনেকেই এই মর্মে লটারির টিকিট কেনেন। কিন্তু কোনো রকমের Lottery Winning Trick ব্যবহার না করে লটারির টিকিট কেনার ফলে পুরস্কার আর জয় করা সম্ভব হয় না। পুরো বিষয়টাই অন্ধকারে তীর ছোঁড়ার মতো হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে এমন কিছু Lottery Winning Trick পেশ করা হল যেগুলো ফলো করলে লটারি জেতার সম্ভাবনা বেড়ে যাবে।
(Lottery Winning Tricks) রইল লটারি টিকিট কেনার ১০ গোপন নিয়ম:
১. নিজের মনের কথা শুনবেন এবং পছন্দের টিকিট কাটবেন।
২. প্রথমদিকে কম দামের টিকিট কিনবেন। পরে অভিজ্ঞতা বাড়লে বেশি মূল্যের টিকিট কিনবেন।
৩. পরিচিতদের মধ্যে কেউ লটারির পুরস্কার জিতে থাকলে তাঁর কাছে লটারির টিকিট সংক্রান্ত পরামর্শ নিতে পারেন।
৪. লটারির টিকিট কাটার আগের ৭ দিনের লটারির রেজাল্ট পর্যবেক্ষণ করতে হবে।
৫. মাঝে মধ্যে অনলাইনেও লটারির টিকিট কিনতে পারেন। তবে কেনার সময়ে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ভালো করে খতিয়ে দেখতে হবে।
৬. অনলাইন প্ল্যাটফর্ম থেকে লটারির টিকিট কিনলে, টিকিট কেনার টাকা কোনো পে ওয়ালেট থেকে দেওয়ার চেষ্টা করবেন।
৭. অনলাইনে লটারির টিকির কেনার সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যবহার করবেন না।
৮. অনলাইনে লটারির টিকিট কেনার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই টিকিট অনলাইনে কিনতে গেলে কখনওই কোনো রকমের প্রলোভনে পা দেওয়া যাবে না।
৯. আগের দিনের বিজেতা টিকিটের নম্বরের সিরিজ যদি ৬ দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনি ৭ নম্বর সিরিজের টিকিট কাটবেন।
১০. শাস্ত্র মেনে থাকলে শুভ দিনক্ষণ দেখে টিকিট কাটতে যেতে পারেন।
উল্লেখ্য, Lottery Winning Tricks-গুলো কিন্তু আপনার পুরস্কার জেতার সম্ভাবনাকে ১০০ শতাংশ সুনিশ্চিত করে না। এগুলো আপনাকে লটারি জেতার ব্যাপারে সাহায্য করতে পারে, কিন্তু বাকিটা অবশ্যই নির্ভর করে ভাগ্যের উপর।