Lizard Repellent Tips: ইঁদুর ও মশার পাশাপাশি টিকটিকির উপদ্রবে মানুষের বাঁচা দায়। এই প্রাণী বিষাক্ত প্রকৃতির হওয়ায় মাথার উপর বিপদের কাঁটা সর্বদাই ঘুরতে থাকে। কীটনাশক দিয়ে এদেরকে মারলে বাড়িতেই পড়ে থাকতে দেখা যায়। যার ফলে এই টিকটিকি পরিষ্কার করার ঝামেলাও থেকে যায়। তাই যদি না মেরে টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে ভাবছেন, পড়তে পারেন এই প্রতিবেদন। কারণ, এতে এমন কিছু ঘরোয়া ও সহজ টোটকা পেশ করা হয়েছে, যেগুলো মেনে চললে বাড়ি থেকে টিকটিকি তাড়ানো সম্ভব।
(Lizard Repellent Tips) না মেরেও টিকটিকি তাড়ানোর উপায়:
১. পেঁয়াজ: টিকটিকি পেঁয়াজের গন্ধ একদমই সহ্য করতে পারে না। টিকটিকির এই অসুবিধাকে কাজে লাগিয়েই বাড়ি থেকে টিকটিকি তাড়ানো সম্ভব। এর জন্য আপনাকে গোটা একটা পেঁয়াজ নিয়ে খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে সেই খোসা ছাড়ানো পেঁয়াজটিকে বাড়ির কোণায় রাখতে হবে। এমনটা করলে টিকটিকি বাড়ি থেকে দূর হয়ে পালিয়ে যাবে।
২. ডিমের খোসা: ডিমের খোসার গন্ধ টিকটিকির কাছে অসহনীয়। তাই এটি যে ঘরে রাখা হবে, সেই ঘরে টিকটিকি ভুলেও প্রবেশ করবে না। এর জন্য ডিমের খোসা নিয়ে বিশেষ কিছু করার দরকার নেই। বাড়ির কোণায় রেখে দিলেই ভালো ফল পাওয়া যাবে।
৩. কালো মরিচ: একটি কাপ নিয়ে সেটাতে জল (১ কাপ) ও মরিচ গুঁড়া (১ কাপ) দিয়ে ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণ স্প্রে বোতলে নিয়ে বাড়ির চারিদিকে স্প্রে করলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে।
৪. রসুন: রসুনের পেস্ট বানিয়ে ১:১ অনুপাতে জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিতে হবে। এটি করলে টিকটিকি বাড়িতে থাকবে না, ছুঁটে পালাবে।
৫. ন্যাপথলিন: ন্যাপথলিন টিকটিকি তাড়ানোর কাজেও ব্যবহার করা যায়। এর জন্য আপনাকে ন্যাপথলিন নিয়ে কিছু করতে হবে না। ন্যাপথলিনের বলগুলো বাড়ির উপরের দিকে কোথাও রাখলেই টিকটিকি বাড়িতে থাকতে পারবে না।