Lottery Winning Tricks: বহু মানুষ আছেন রাতারাতি ধনী হতে চান। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটি হল লটারি জেতা। এই লটারি জিততে গিয়ে মানুষ প্রচুর টাকা খরচ করে ফেলেন। ট্রিক না মেনে লটারি খেলার ফলে লটারি জেতার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আপনাকে যাতে এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, আজকের প্রতিবেদনে লটারি জেতার কিছু গোপন ট্রিক শেয়ার করা হল। (How to win lottery?)
লটারি জেতার ট্রিক্স(Lottery Winning Tricks)
১. লটারি কাটার আগে আপনাকে কয়েক বছরের বিজেতা লটারির নম্বর বিশ্লেষণ করতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে একটি গবেষণা করা হয়েছে। এই গবেষণা চালানো হয়েছিল ১৯৯৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জয়ী লটারির টিকিটগুলোকে নিয়ে। এই টিকিটগুলোতে দেখা যায় যে, ‘1’ ডিজিট বিশিষ্ট টিকিট বেশিবার পুরস্কার জিতেছে।
২. টিকিটের নম্বর সিরিজে পরপর থাকা দুটি নম্বর একই প্রকৃতির থাকলে, সেই নম্বর বিশিষ্ট টিকিট কিনতে হবে।
৩. বিজেতা টিকিটগুলোর মিডল নম্বর ভালো করে খেয়াল করে দেখতে হবে। যে মিডল নম্বরের টিকিট বেশি জিতেছে, সেই মিডল নম্বরের টিকিটই কেনার চেষ্টা করতে হবে।
৪. মিরর নম্বর দেখে লটারির টিকিট কিনতে পারেন। মিরর টিকিট বহুবার জিততে দেখা গিয়েছে। এই যেমন টিকিটের মধ্যে নম্বর সিরিজে যদি ৩৭৭৩-এর মতো নম্বর থাকে, সেই টিকিট কিনতে পারেন।
৫. বহু বিজেতা টিকিট বিজোড় সংখ্যা বিশিষ্ট থাকতে দেখা গেছে। তাই আপনি টিকিট কাটতে গেলে বিজোড় সংখ্যার টিকিট কাটতে পারেন।
উল্লেখ্য, লটারির পুরস্কার জেতার জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। তবে কিছু ট্রিক মেনে টিকিট কাটলে লটারি জেতার সম্ভাবনা বেড়ে যেতে পারে। লটারির পুরস্কার জিততে গেলে ভাগ্য সঙ্গে থাকা খুবই প্রয়োজন। ভাগ্যে লেখা না থাকলে শেষ পর্যন্ত লটারির পুরস্কার জেতা সম্ভব নয়।