রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Aadhaar Card & Ration Card Link: হাতে মাত্র 36 দিন, রেশন কার্ডের সাথে জলদি করুন এই কাজ, না হলে বাতিল হবে রেশন কার্ড!

Aadhaar Card & Ration Card Link: আপনি নিয়মিতরূপে রেশন সামগ্রী নেন? সরকারের ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী উপভোগ করেন? এই দুই প্রশ্নের উত্তরই যদি 'হ্যাঁ' হয়, তাহলে আপনার জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ…

Advertisements

Aadhaar Card & Ration Card Link: আপনি নিয়মিতরূপে রেশন সামগ্রী নেন? সরকারের ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী উপভোগ করেন? এই দুই প্রশ্নের উত্তরই যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ খবর। আপনার আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক (Aadhaar Card & Ration Card Link) না করা হয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ করতে হবে। দুটি কার্ড লিঙ্ক করার কাজটি যদি আপনি ৩০ সেপ্টেম্বরের মধ্যে না করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। যার ফলে আপনি ভর্তুকিযুক্ত তথা বিনামূল্যের রেশন সামগ্রী আর পাবেন না। এই পরিস্থিতিতে না পড়তে চাইলে সময়সীমা শেষ হওয়ার আগেই দুই কার্ড লিঙ্ক করতে হবে। কীভাবে করবেন? সবটাই নীচে বর্ণনা করা হল।

অনলাইনে আধার ও রেশন কার্ড লিংক করার প্রক্রিয়া(How to link aadhaar card and ration card online?)

Aadhaar Card & Ration Card Link

Advertisements

১. ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে পৌঁছাতে হবে https://food.wb.gov.in ওয়েবসাইটে।
২. ওয়েবসাইটে পৌঁছানোর পরে ‘লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ডস’ (Link With Active Aadhaar Cards)-এ ক্লিক করতে হবে।
৩. এরপরে সেখানে রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি বেছে নেওয়ার কিছু অপশন দেখাবে।
৪. প্রয়োজনীয় পরিষেবা সিলেক্ট করতে হবে। ‘এ’ অপশনে দেওয়া থাকবে মোবাইল নম্বর ও আধার নম্বর আপডেট করার অপশন এবং ‘বি’ অপশনে দেওয়া থাকবে শুধুমাত্র মোবাইল নম্বর আপডেট করার অপশন।
৫. এরপরে একটি OTP যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই ওটিপি ওয়েবসাইটে দিয়ে দিলেই রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপ ব্যবহার করে আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করতে চাইলে ‘খাদ্যসাথী- আমার রেশন’ অ্যাপের সাহায্যে করা যাবে।

Aadhaar Card & Ration Card Link

অফলাইনে আধার ও রেশন কার্ড লিংক করার প্রক্রিয়া(How to link aadhaar card and ration card offline?)

১. প্রথমেই পরিবারের সবার রেশন কার্ড ও আধার কার্ড জোগাড় করতে হবে।
২. এরপরে উল্লিখিত নথিগুলোর ফটোকপি বের করাতে হবে।
৩. ব্যাঙ্কের পাসবুকেরও ফটোকপি বের করাতে হবে (যদি আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে)।
৪. সমস্ত নথির সঙ্গে পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে।
৫. ফটো সহ সমস্ত নথি হয় ফুড ইন্সপেক্টরের কাছে, নয়তো রেশনের দোকানে জমা করতে হবে।
৬. এরপরে শুরু হবে আধারের তথ্য যাচাইয়ের কাজ। এই কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের ফিঙ্গার প্রিন্ট আইডি সেন্সরে দিতে হবে।
৭. সঠিকভাবে সমস্ত নথি জমা পড়ে গেলে সংশ্লিষ্ট দফতর ইমেল বা এসএমএস-এর মাধ্যমে পুরো প্রক্রিয়া শেষ করবে।
৮. সফলভাবে আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements