Ant Repellent Tips: পিঁপড়ে দংশন অসহনীয়। পিঁপড়ে দেখা যায়নি, এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় রাসায়নিক চক ব্যবহার করে সাময়িকরূপে পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া গেলেও, আবার ঠিক পিঁপড়ে দেখতে পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে প্রাকৃতিক উপায়ে পিঁপড়ে তাড়ানোর টোটকা পেশ করা হল।
(Ant Repellent Tips) পিঁপড়ে তাড়ানোর সহজ ও ঘরোয়া টোটকা:
১. জল ও ভিনিগার: সমান পরিমাণে ভিনিগার ও জল মিশিয়ে পিঁপড়ের যেখানে আনাগোনা রয়েছে, সেখানে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।
২. পুদিনা: পিঁপড়ের পুদিনা একদম পছন্দ করে না। তাই পুদিনার নির্যাস ও পুদিনার তেল স্প্রে হিসাবে ব্যবহার করলে পিঁপড়েরা ছিটকে পালাবে।
৩. দারুচিনি: পিঁপড়ের কাছে দারুচিনি অসহ্যকর। তাই যেখানে পিঁপড়ের আড্ডা দেখতে পাবেন, সেখানে দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দেবেন। এছাড়াও এটি জলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। কেউ কেউ জলের সঙ্গে মেশানো জন্য দারুচিনি তেল ব্যবহার করে থাকেন।
৪. গোলমরিচ: বাড়িতে পিঁপড়ের বাড়বাড়ন্ত দেখা দিলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। ভালো ফল পাওয়া যায়।
৫. লেবু ও জল: একটি পাত্রে জল নিতে হবে। জলের পরিমাণ যত হবে, সেটার তিনগুণ লেবুর রস মেশাতে হবে। এই মিশ্রণ স্প্রে বোতলে করে ব্যবহার করলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে।
৬. নুন: নুন দেখলে পিঁপড়ে সেই স্থান থেকে দূরে পালায়। তাই, পিঁপড়ে তাড়াতে নুন ছড়িয়ে দিতে পারেন।
৭. সর্ষের তেল: ঘর মোছার জলে সর্ষের তেল মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছতে হবে।
৮. নিমপাতা: ঘর মোছার সময়ে নিমপাতা বাটাও মেশানো যেতে পারে।
৯. তেজপাতা: তেজপাতা গুঁড়ো করে বাড়ির চারিদিকে।ছড়িয়ে গেলে পিঁপড়ে পালাবে।
১০. কর্পূর: পিঁপড়ের গর্তে কর্পূর ফেললে পিঁপড়ে আসা অনেক কমিয়ে দেবে।