Basin Cleaning Tips: অনেকের বাড়িতেই বেসিন খুব জলদি নোংরা হয়ে যায়। পরিষ্কার করার ১-২ দিনের মধ্যেই বেসিনের ছোপ দাগ দেখতে পাওয়া যায়। বারবার পরিষ্কার করতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে যান। জানিয়ে রাখি, বেসিন ধোয়ার বিশেষ কায়দা (Best Basin Clear Tips) আছে। সেই কায়দা মেনে পরিষ্কার করলে বেসিন দীর্ঘদিন পরিষ্কার থাকে। এই বিষয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
(Basin Cleaning Tips) বেসিন পরিষ্কার রাখবেন কীভাবে?
১. লেবু ও বেকিং সোডা (Lemon & Baking Soda): পাতিলেবুর রস, বেকিং সোডা ও বাসন ধোয়ার লিকুইড মিশিয়ে পোর্সেলিনের বেসিন ধুলে বেসিন পুরো চকচক করবে। মিশ্রণটি পুরো বেসিনে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপরে স্ক্রাবার ব্যবহার করে জল সহযোগে ধুয়ে তুলে দিতে হবে।
২. ভিনিগার (Vinegar): আপনার বেসিন কাঁচের হলে বেসিনের দাগছোপ পরিষ্কার করার জন্য ভিনিগারের মিশ্রণ ব্যবহার করতে পারেন। পরিষ্কার করার পরে শুকনো কাপড় ব্যবহার করে মুছে ফেলতে হবে।
৩. গুঁড়ো সাবান (Soap Powder) বা লিকুইড সাবান (Liquid Soap): আপনার বেসিন যদি সিরামিকের হয়, ভুলেও পরিষ্কার করার জন্য অ্যাসিড ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে সাবান গুঁড়ো বা লিকুইড সাবান দেওয়া যেতে পারে।
৫. বেসিনের সিঙ্ক (Basin Sink): বারবার যদি বেসিনের সিঙ্ক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, তাহলে সিঙ্কের মুখে নেট লাগাতে হবে। এমনটা করলে ময়লা সহজে পরিষ্কার করা হবে। তেল চিটে দাগ দূর করার জন্য সাবান গুঁড়ো বা লিকুইড সাবান ব্যবহার করা যেতে পারে। সবশেষে জলে অল্প স্যাভলন বা ডেটল মিশিয়ে পুরো বেসিন পরিষ্কার করলে পুরো পরিষ্কার হয়ে যাবে।
৬. বেসিনের কল (Basin Tap Faucet): জল ব্যবহার করা হয়ে গেলে বেসিনের কল বন্ধ কিনা, সেটা ভালো করে খেয়াল করতে হবে। অনবরত একই জায়গা জল পড়লে বেসিনে দাগ হয়ে যায়। এই দাগ বহু ক্ষেত্রেই স্থায়ী হতে দেখা গেছে। তাই বেসিনের কলের মুখ ভালো করে টাইট করে বন্ধ করতে হবে।
৭. ন্যাপথলিন (Napthalene): বেসিনে ন্যাপথলিন ব্যবহার করলে দুর্গন্ধ থাকে না। এর সঙ্গে যদি বেসিনে গরম জল ব্যবহার করা যায়, পাইপের জীবাণুও মরে যাবে। নুন ব্যবহার করলেও কার্যকরী ফল পাওয়া যায়।