রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

লটারি জেতার গোপন সূত্র, এই পদ্ধতিতে লটারি কাটলেই জিতবেন প্রাইজ

Lottery Winning Tricks: অনেকেই লটারির টিকিট কেটে কেটে ক্লান্ত হয়ে গেলেও লটারির পুরস্কার আর জিততে পারছে না। আপনিও যদি এই ধরণের পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করতে পারেন…

Advertisements

Lottery Winning Tricks: অনেকেই লটারির টিকিট কেটে কেটে ক্লান্ত হয়ে গেলেও লটারির পুরস্কার আর জিততে পারছে না। আপনিও যদি এই ধরণের পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করতে পারেন (Lottery Winning Tricks)।

Lottery Winning Tricks

লটারির জেতার গোপন উপায় (lottery winning tricks)

১. গণপতির পুজো: বহু মানুষই গণেশ পুজো করেন। অনেকেই জানেন না, গণেশ পুজো করলে জীবনে থাকা আর্থিক অনটন কেটে যেতে পারে। আর তাই সঠিক নিয়ম মেনে গণেশ পুজো করতে পারলে জিতে যেতে পারেন লটারির পুরস্কার। এরজন্য প্রত্যেক বুধবারে লাড্ডু দিতে হবে ভগবান গনেশকে। একইসঙ্গে করতে হবে গণেশ পুজোও। এমনটা করলে গণপতির কৃপা মেলে।
২. দানের কাজ: দানধ্যান করলে ভগবানের কৃপা পাওয়া যায়। গরীব মানুষের সাহায্য করলে আপনার উপরে ভগবানের কৃপা বর্ষিত হবে। দান করার নির্দিষ্ট দিন নেই। সপ্তাহে যে কোন দিনই দানের জন্য উপযুক্ত। পয়সা, মুসুর ডাল প্রভৃতি দান করলে পুণ্য মেলে। আপনার কাজে সন্তুষ্ট হলে ভগবানের কৃপার বৃষ্টি হবে আপনার উপরে। ফলস্বরূপ, হতে পারে লটারির পুরস্কার জেতার ব্যাপারে আপনার ভাগ্য খুলে যেতে পারে।
৩. মা লক্ষ্মীর মন্দির: এক্ষেত্রে লটারির টিকিট কেটে নেওয়ার পরে যেতে হবে মা লক্ষ্মীর মন্দিরে। সেখানে মোট ৩টি পান দান করতে হবে। এই নিয়ম পালন করলে খুশি হন মা লক্ষ্মী। এছাড়াও প্রত্যেক শনিবারে কালো কুকুরকে খাবার খাওয়ালে ও সেই কুকুরকে হলুদের টিকা দিলেও সুফল মেলে।

Advertisements

Lottery Winning Tricks

উপরে উল্লিখিত পদ্ধতিগুলি আপনার লটারির পুরস্কার জেতার কাজে একধাপ এগিয়ে দিতে পারে, কিন্তু কখনও ১০০% জয়ী হওয়ার গ্যারেন্টি দেয় না। তাই সাবধানে প্রথমে কম দামের লটারির টিকিট কিনে অভিজ্ঞতা অর্জন করতে হবে ও পরে চাইলে বেশি দামে টিকিট কেনা যেতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements