Clean Dirty Tea Strainer: কিছু বাড়িতে দিনে প্রায় ৩-৪ বার চা তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেকবারে চা ছেঁকে নিয়ে তা ধোয়া বা পরিস্কার করা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। আর এই ঘটনার ফলেই ছাঁকনিতে কালো দাগ হয়ে যেতে দেখা যায়। এই জেদি দাগ তোলার জন্য অনেক সময় শুধুমাত্র বাসন মাজার সাবান ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না। এক্ষেত্রে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে দাগযুক্ত ছাঁকনিকে নতুনের মতো চকচকে করে তোলা যেতে পারে। পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হল।
ছাঁকনি পরিষ্কার করার উপায়(Tips to clean Dirty Tea Strainer)
১. গরম জল (Warm Water): দাগযুক্ত ছাঁকনিকে গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তুলে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে মাজলেই দাগ উঠে যেতে দেখা যাবে।
২. বেকিং সোডা (Baking Soda): একটি পাত্রে উষ্ণ জল নিয়ে সেটাতে মেশাতে হবে বেকিং সোডা। এই মিশ্রণে একটি টুথব্রাশ ডুবিয়ে সেটা ছাঁকনির উপরে ঘষলেই দাগ উঠে যেতে দেখা যাবে।
৩. অ্যালকোহল (Alcohol): একটি অ্যালকোহল ও জল মিশিয়ে সেটা ব্রাশ সহযোগে ছাঁকনির গায়ে মাখিয়ে ঘষে পরিস্কার করা যেতে পারে। এমনটা করলে দাগ দূর হয়ে যাবে ছাঁকনি থেকে।
৪. অগ্নিশিখা (Flame): গ্যাস ওভেন অন করে সেটার অগ্নিশিখায় অর্থাৎ ফ্লেমের উপরে ছাঁকনিটিকে রেখে দিতে হবে। আগুনের স্পর্শে ছাঁকনির ময়লা পুড়ে যাবে। এরপরে সেই ছাঁকনিটিকে মেজে ভালো করে ধুয়ে নিলেই তা একদম নতুনের মতো চকচক করবে।
৫. ব্লিচ (Bleach): ব্লিচ (১ টেবিল চামচ) ও জল (১ টেবিল চামচ) মিশিয়ে এই মিশ্রণে ছাঁকনিটিকে ২-৩ মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। এরপরে টুথব্রাশ সহযোগে ঘষে ছাঁকনির নোংরা তুলে দিতে হবে।