রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Cockroach Repellent Tips: বাড়ি থেকে চিরতরে আরশোলা দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Cockroach Repellent Tips: আরশোলার তাণ্ডবের বহু মানুষের জীবন অতিষ্ট। আরশোলা তাড়াতে কেরোসিন বা ফিনাইলের সাহায্য নেওয়া হলেও আবার ঘুরে আসতে দেখা যায় আরশোলাদের। ঘরোয়া উপায়ে আরশোলা তাড়াতে চাইলে আরশোলার উপদ্রব…

Advertisements

Cockroach Repellent Tips: আরশোলার তাণ্ডবের বহু মানুষের জীবন অতিষ্ট। আরশোলা তাড়াতে কেরোসিন বা ফিনাইলের সাহায্য নেওয়া হলেও আবার ঘুরে আসতে দেখা যায় আরশোলাদের। ঘরোয়া উপায়ে আরশোলা তাড়াতে চাইলে আরশোলার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে। কীভাবে? জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদন (How do i get rid of from cockroach home remedies)।

আরশোলা তাড়ানোর করার সহজ উপায়(Cockroach Repellent Tips)

Cockroach Repellent Tips

Advertisements

১. নিম তেল (Nim Oil): আরশোলা তাড়াতে নিমতেলের বেশ নামডাক রয়েছে। এক্ষেত্রে একটি স্প্রে বোতল নিলে কাজটা আরও ভালো করে হবে। স্প্রে বোতলে জল ভরে নিয়ে মেশাতে হবে একটু নিম তেল। এই মিশ্রণ রান্নাঘরে, বাড়ির চারিদিকে, বেসিনের সিঙ্কে স্প্রে করলে আরশোলা থেকে মুক্তি পাওয়া যাবে।

Cockroach Repellent Tips

২. তেজপাতা (Bay Leaf): তেজপাতার গন্ধ খুবই তীব্র। তাই তেজপাতা গুঁড়ো করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে তেজপাতা ঘরে টিকতে পারবে না। এর দৌলতে আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে।

Cockroach Repellent Tips

৩. বোরিক পাউডার (Boric Powder): একটি পাত্রে কফি পাউডার বা মিষ্টি নিয়ে সেটাতে বোরিক পাউডার মেশালে তা আরশোলা তাড়ানোর কাজে ব্যবহৃত হতে পারে। কফি না থাকলে ময়দা বা আটার সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে।

Cockroach Repellent Tips

৪. বেকিং সোডা (Banking Soda): আরশোলা তাড়াতে বেকিং সোডা কাজে লাগাতে পারে। একটি পাত্রে মিষ্টি, চিনি বা মধু নিয়ে বেকিং সোডা মেশাতে হবে। এই মিশ্রণ বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণের গন্ধে আকৃষ্ট হয়ে আরশোলা মিশ্রণটি খাবে এবং বেকিং সোডা খেয়ে মরে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements