রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Dark Circle Home Remedies: চোখের নীচে কালচে দাগ পড়েছে? চিন্তা নেই, ঘরোয়া উপায়েই মিলবে সমাধান

Dark Circle Home Remedies: ডার্ক সার্কেল অর্থাৎ চোখের তলায় কালি পড়েছে? এই ডার্ক সার্কেল ঠিক করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে চান? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে চলে এসেছেন সঠিক ঠিকানায়।…

Advertisements

Dark Circle Home Remedies: ডার্ক সার্কেল অর্থাৎ চোখের তলায় কালি পড়েছে? এই ডার্ক সার্কেল ঠিক করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে চান? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে চলে এসেছেন সঠিক ঠিকানায়। এখানে ঘরোয়া উপায়ে ডার্ক সার্কেল দূর করার কিছু পদ্ধতি তুলে ধরা হল (Dark Circle Home Remedies)।

Dark Circle Home Remedies

ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া পদ্ধতি(Dirk Circle Natural Remedies)

Dark Circle Home Remedies

Advertisements

১. আলু ও শসার রস (Potato & Cucumber Juice): উভয়ের মধ্যে ব্লিচিং গুণ থাকার তা কারণে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। আলু ও শসার রস মিশিয়ে চোখের তলায় লাগিয়ে ১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

Dark Circle Home Remedies

২. পাতিলেবু ও টমেটোর রস (Lemon & Tomato Juice): ডার্ক সার্কেল দূর করতে পাতিলেবুর রস (১ চা চামচ) ও টমেটোর রস (১ চা চামচ) মিশিয়ে ডার্ক সার্কেলের অংশে লাগিয়ে মিনিট কুড়ির মতো রেখে দিতে হবে। এরপরে ঠান্ডা জল ব্যবহার করে ধুয়ে ফেলতে হবে।

Dark Circle Home Remedies

৩. অ্যালোভেরা জেল ও আমন্ড তেল (Aloe Vera & Almond Oil): একটি পাত্রে ৪-৫ ফোঁটা আমন্ড তেল নিয়ে সেটাতে অ্যালভেরা জেল যোগ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে চোখের নিচে লাগিয়ে সারা রাত একইভাবে রেখে ঘুমিয়ে পড়তে হবে। সকালে উঠে ধুয়ে নিতে হবে।

Dark Circle Home Remedies

৪. দুধ ও গোলাপ জল (Milk & Rose Water): দুধ ও গোলাপ জলের সহায়তায় খুব সহজে ডার্ক সার্কেল দূর করা যায়। এর জন্য একটি পাত্রে দুধ (১ টেবিল চামচ) ও গোলাপ জল (১ টেবিল চামচ) নিয়ে ভালো করে মিশিয়ে চোখের তলায় লাগিয়ে কুড়ি মিনিটের মতো রাখতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা জল প্রয়োগ করে ধুয়ে ফেলতে হবে।

[Disclaimer: উল্লিখিত কোনো উপকরণে কারোর এলার্জিজনিত কোনো সমস্যা থাকলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে হবে। ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করিয়ে নিলে খুবই ভালো হয়।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements