Dirty Switch Board Cleaning Tips: বাড়ির সুইচবোর্ডে অনেক সময়েই তেলচিটে ময়লা লেগে থাকতে দেখা যায়। বিশেষ করে রান্নাঘরের সুইচবোর্ড একটু বেশিই নোংরা হতে দেখা যায়। বহু বাড়িতেই রান্নাঘরের সুইচবোর্ডে তেলছিটে দাগছোপ স্পষ্ট দেখতে পাওয়া যায়। রান্নাঘরের মধ্যে এক্সহস্ট ফ্যান বা চিমনি থাকলেও, সুইচ তেলচিটে নোংরা হওয়া থেকে বাঁচানো যায় না। রান্না করা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে নিলেও সুইচ বোর্ডে ভয়ে কেউ হাত দিতে চায় না। আজকের প্রতিবেদনে এমন কিছু উপায় আনা হল, যেগুলো সাবধানে ধাপে ধাপে মেনে চললে রান্নাঘরের সুইচবোর্ড একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে (Dirty Switch Board Cleaning Tips)।
তেলচিটে নোংরা সুইচ বোর্ড পরিষ্কার করার পদ্ধতি(How to clean Dirty Switch Board?)
শেভিং ক্রিম (Shaving Cream):
১. প্রথমেই বাড়ির বিদ্যুৎ সংযোগের মেন পাওয়ার বন্ধ করতে হবে।
২. ভালো করে খেয়াল রেখে সুইচ বোর্ডে থাকা সমস্ত সুইচ অফ করতে হবে।
৩. সুইচ বোর্ড পরিষ্কার করার কাজ শুরু করার আগে মনে করে হাতে গ্লাভস পরে নিতে হবে।
৪. এরপরে একটি পাত্র নিয়ে সেটাতে একটি বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে।
৫. মিশ্রণটি তৈরি করার জন্য পাত্রে শেভিং ক্রিম (৩-৪ চা চামচ) নিতে হবে। এরপরে হাতে একটা টুথব্রাশ নিয়ে শেভিং ক্রিমে ডুবিয়ে তা সুইচগুলোতে লাগিয়ে দিতে হবে।
৬. ১৫ মিনিটের মতো একই অবস্থায় রেখে দিয়ে ব্রাশ ব্যবহার করে ঘষতে হবে।
৭. উপরিলিখিত পদ্ধতি ধাপে ধাপে পালন করলে সুইচের তেলচিটে ভাব দূর হয়ে যাবে।
৮. এরপরে হাতে একটি শুকনো কাপড় নিয়ে সুইচগুলো ভালো করে মুছে ক্রিমের অংশ সরিয়ে দিতে হবে।
লেবুর রস ও বেকিং সোডা:
১. লেবুর রস ও বেকিং সোডা ব্যবহার করেও সুইচ বোর্ড পরিষ্কার করা যেতে পারে।
২. এর জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে লেবুর রস (৩-৪ চামচ) ও নুন (১/১ চামচ) নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
৩. এক্ষেত্রেও টুথব্রাশ ব্যবহার করা যাবে।
৪. ব্রাশ সহযোগে মিশ্রণটি সুইচবোর্ডে লাগানো হয়ে গেলে তা ২০ মিনিটের মতো রেখে দিতে হবে।
৫. এরপরে ২০ মিনিট পেরিয়ে গেলে ব্রাশ ব্যবহার করে ঘষে পরিষ্কার করে নিতে হবে।