রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Fly Repellent Tips: ফিনাইল ছাড়াই বাড়ি থেকে চিরতরে মাছি দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Fly Repellent Tips: ফলের সুমিষ্ট গন্ধ মাছির খুব প্রিয়। পাকা ফল কাটলেই আশেপাশে মাছি ঘুরঘুর করতে থাকে। এই মাছি না কামড়ালেও সঙ্গে অনেক রোগজীবাণু বয়ে আনে। যেখানেই বসে সেখানেই রোগ…

Advertisements

Fly Repellent Tips: ফলের সুমিষ্ট গন্ধ মাছির খুব প্রিয়। পাকা ফল কাটলেই আশেপাশে মাছি ঘুরঘুর করতে থাকে। এই মাছি না কামড়ালেও সঙ্গে অনেক রোগজীবাণু বয়ে আনে। যেখানেই বসে সেখানেই রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই মাছিকে বাড়ি থেকে তাড়ানো খুবই প্রয়োজন। আপনি ঘরোয়া উপায়ে (Best fly repellent home remedy) মাছি তাড়াতে চাইলে অনুসরণ করতে পারেন নিম্নে দেওয়া পদ্ধতিগুলো (What is home remedy for getting rid of flies?)

ঘরোয়া উপায়ে মাছি তাড়ানোর উপায় (Fly Repellent Tips):

Fly Repellent Tips

Advertisements

১. ভিনিগার ও সাবান (Vinegar & Soap): এক্ষেত্রে বাসন মাজার সাবান ব্যবহার করতে হবে। একটি পাত্রে বাসন মাজার সাবান নিয়ে ভিনিগার যোগ করতে হবে। সবটা ভালো করে মিশিয়ে কেটে রাখা ফলের পাশে রাখতে হবে। এমনটা করলে মাছিরা ভিনিগারের পাত্র দ্বারা আকর্ষিত হবে ও সেই পাত্রে এসে পড়ে যাবে। এই মাছিগুলোকে নিয়ে অন্যত্র ফেলে দিলে মাছি থেকে মুক্তি পাওয়া যাবে (Fly Repellent Home remedy vinegar)।

Fly Repellent Tips

২. ভিনিগার ও ফল (Vinegar & Fruit): একটি পাকা ফল নিয়ে ভালো করে চটকে নিতে হবে। এই চটকে নেওয়া ফলে ভিনিগার যোগ করতে হবে। দুটো ভালো করে মিশিয়ে একটি বোতলে ঢেলে দিতে হবে। বোতলের মুখ যেন সরু মতো হয়, এই বোতলটির মুখের সামনে একটি ফানেল রেখে দিতে হবে। ভিনিগার ও ফল উভয় জিনিসেরই গন্ধ মাছির খুব প্রিয়। এই মিশ্রণ দ্বারা আকর্ষিত হয়ে মাছি বোতলে ঢুকে গেলেও আর বেরোতে পারবে না (How to get rid of flies quickly)।

Fly Repellent Tips

৩. কর্পূর (Camphor): মাছি তাড়াতে চাইলে কর্পূর খুব কাজে লাগবে। এই জিনিসটির গন্ধ মাছি সহ্য করতে পারে না। তাই, কেটে রাখা ফলের আশপাশে কর্পূর ছড়িয়ে দিলে মাছি সেখানে আসতে পারবে না।

Fly Repellent Tips

৪. শসা (Cucumber): মাছি শসা পছন্দ করে না। তাই শসা কেটে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে রাখলে সেই জায়গায় পা দেবে না মাছি।

Fly Repellent Tips

৫. দারুচিনি (Cinnamon): মাছির কাছে দারুচিনি অসহ্যকর। দারুচিনির গুঁড়ো চারিদিকে ছড়িয়ে রেখে দিলে মাছি সেই ঘরে পা দেবে না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements