রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Fly Repellent Tips: বাড়ি থেকে চিরতরে মাছি দূর করার সহজ ও ঘরোয়া উপায়

Fly Repellent Tips: মাছির কামড় না সহ্য করতে হলেও মাছির উৎপাতে মানুষ পরিশ্রান্ত হয়ে যায়। এই মাছি মানুষের রক্ত না চুষলেও একাধিক রোগজীবাণু বহন করে আনে। মাছিদের সহজে তাড়ানো যায়…

Advertisements

Fly Repellent Tips: মাছির কামড় না সহ্য করতে হলেও মাছির উৎপাতে মানুষ পরিশ্রান্ত হয়ে যায়। এই মাছি মানুষের রক্ত না চুষলেও একাধিক রোগজীবাণু বহন করে আনে। মাছিদের সহজে তাড়ানো যায় না। অনেকেই রাসায়নিক পদার্থের সাহায্য নেন। এই রাসায়নিক দ্রব্য কার্যকরী হলেও লোকসান সহ্য করতে হয় মানবদেহকে। তবে কিছু টোটকা আছে, সেগুলো পালন করলে প্রাকৃতিক উপায়েই মাছির উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে।

(Fly Repellent Tips) মাছি তাড়ানোর সহজ উপায়:

Fly Repellent Tips

Advertisements

১. ভিনিগার: ভিনিগারের গন্ধ দ্বারা মাছি আকৃষ্ট হয়। একটি পাত্রে ভিনিগার রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। সেই প্লাস্টিক ফুটো করে দিলে ভিনিগার দ্বারা আকৃষ্ট হয়ে মাছি ভিনিগারে পড়বে এবং প্লাস্টিকের কারণে বাইরে বেরোতে পারবে না।

Fly Repellent Tips

২. তুলসী ও পুদিনার স্প্রে: দুই প্রকারের পাতার পেস্ট বানিয়ে নিয়ে জলে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে ব্যবহার করলে কার্যকরী ফল পাওয়া যাবে।

Fly Repellent Tips

৩. নুন জল স্প্রে: ১ গ্লাস জলে নুন (২ টেবিল চামচ) মিশিয়ে মাছির আড্ডার জায়গায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।

Fly Repellent Tips

৪. গোলমরিচ, চিনির ও দুধের মিশ্রণ: একটি পাত্রে গোলমরিচ (১ চা চামচ), চিনি (৩ চা চামচ) ও ১ গ্লাস দুধ ভালো করে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। ঠান্ডা করার পরে মাছির আনাগোনা যেখানে বেশি থাকে, সেখানে রাখতে হবে। এই মিশ্রণ দ্বারা মাছি আকৃষ্ট হয় এবং ডুবে মরে যায়।

Fly Repellent Tips

৫. আদা: রান্না ঘরে আদার স্প্রে ব্যবহার করলে কার্যকরী ফল পাওয়া যাবে। মিশ্রণটি বানানোর জন্য ১ চামচ আদা গুঁড়ো ১ কাপ জলে নিতে হবে। ব্যাস, আদার মিশ্রণ তৈরি হয়ে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements