Google Pay: ভারতে অনলাইন পেমেন্ট পরিষেবা প্রদানকারী অন্যতম জনপ্রিয় সংস্থা হল জিপে (GPay)। ভারতীয়দের হাতে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এই সংস্থার অ্যাপ। আর্থিক লেনদেনের কাজ এই অ্যাপের দৌলতে অনেক সহজ হয়ে গেছে। তবে এবার জিপের বিস্তার আর অনলাইন পেমেন্ট পরিষেবা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বলে খবর। কারণ, খুব শীঘ্রই জিপে ‘শ্যাসে লোন’ (Sachet Loan) দেওয়ার জগতে প্রবেশ করতে চলেছে।
গুগলের ‘শ্যাসে ঋণ’ (How To Apply Google Pay Sachet Loan)
চলতি সপ্তাহে বৃহস্পতিবারে তথা ১৯ অক্টোবরে নিউ দিল্লিতে (New Delhi) গুগলের বার্ষিক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টেই সংস্থার তরফে ‘শ্যাসে লোন’ পরিষেবা শুরু করার কথা ঘোষণা করা হয়। এই পরিষেবা ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়ের জন্যই উপলব্ধ থাকবে। পরিষেবাটি পাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না, পাওয়া যাবে জিপে অ্যাপেতেই।
‘শ্যাসে লোন’ কী? (What is Sachet Loans?)
১. আসলে স্মল টিকিট লোন (Small Ticket Loan) শ্যাসে লোন নামে পরিচিত।
২. এই শ্যাসে লোনের সীমা ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ঋণ পরিশোধের মেয়াদ ন্যূনতম ৭ দিন ও সর্বোচ্চ ১২ মাস হতে পারে।
৩. লোন পরিষেবা দেওয়ার জন্য এই টেক জায়ান্ট সংস্থা ডিএমআই (DMI) ফাইন্যান্সের সঙ্গে হাত মিলিয়েছে।
৪. ঋণ দেওয়ার এই পরিষেবা গুগল ‘ইপেলেটার’ (ePayLater)-এর সঙ্গে অংশীদারিত্বে শুরু করবে বলে জানা গেছে।
৫. ছোট ব্যবসায়ীদের জন্য বিগত বছরে গুগল ছোট ঋণ প্রদানকারী সংস্থা ‘ইন্ডিফাই’ (Indifi)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
গুগলের শ্যাসে ঋণের সুবিধা (Advantages of Google Sachet Loan)
১. ছোট ব্যবসায়ীরা এই পরিষেবা দ্বারা উপকৃত হবেন।
২. এই পরিষেবা অফলাইন ও অনলাইন দুইভাবেই উপলব্ধ থাকবে।
৩. গুগলের নয়া পরিষেবার মাধ্যমে ছোট ব্যবসায়ীরা ১৫ হাজার টাকা ও তার অধিক ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে ইএমআই হিসাবে মাত্র ১১১ টাকা প্রত্যেকমাসে দিতে হবে।
গুগল ইন্ডিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Important notes on Google India)
১. গুগল ইন্ডিয়ার তরফে ‘ডিজিকাভাচ’ (Digi Kavach) নামক একটি পরিষেবা লঞ্চ করা হয়েছে। মূলত আর্থিক জালিয়াতি রোখার জন্যই এই পরিষেবার সূচনা করা হয়েছে।
২. ইপেলেটার পরিষেবার মাধ্যমে ছোট ব্যবসায়ীরা সহজে ঋণ পাবেন।
৩. অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে হাত মিলিয়ে ব্যক্তিগত ঋণ পরিষেবার প্রসার ঘটাতে চলেছে গুগল ইন্ডিয়া।