Navi Personal Loan 2023: বাড়িতে বসেই এবার পাওয়া যাবে পার্সোনাল লোন (Personal Loan)। মাত্র ২ মিনিটের মধ্যে মিলতে পারে ২০ লক্ষ টাকার ঋণ। আবেদনকারীর বয়স ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। এই ঋণ মিলবে নাভি অ্যাপ (Navi App) থেকে। কীভাবে পাওয়া যাবে? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
Navi Personal Loan 2023
১. এই অ্যাপে ঋণ (Navi Personal Loan 2023) নেওয়ার জন্য কোনো রকমের নথিপত্রের দরকার পড়বে না।
২. এতে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ নেওয়া হতে পারে।
৩. নাভি আসলে ‘নাভি ফিনজার্ভ প্রাইভেট লিমিটেডের’ (Navi Finserv Private Limited) অ্যাপ। এই সংস্থাটি এনবিএফসি (NBFC)-র অধীনে রেজিস্টার্ড। এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেন শপিং কোম্পানি ফ্লিপকার্টের সহ-প্রযোজক শচীন বনসাল। তিনি ২০২০ সালে সংস্থাটি স্থাপন করেন।
৪. নাভি অ্যাপটি প্রায় ১০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন। মোটের উপরে ৪.৩ রেটিং নিয়ে গুগল প্লে স্টোরে আছে এই অ্যাপ।
নাভি ব্যক্তিগত ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ২০২৩ (Important notes Navi Personal Loan 2023)
১. নাভি অ্যাপ থেকে ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সর্বনিম্ন ১০ হাজার টাকা ঋণ পাওয়া যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা।
২. উক্ত অ্যাপ থেকে ঋণ নিলে সুদের পরিমাণ হবে ১২-৩৬%।
৩. এক্ষেত্রে ঋণের সর্বনিম্ন মেয়াদ ৩ মাস এবং সর্বাধিক মেয়াদ ৩৬ মাস অর্থাৎ ৩ বছর।
৪. এক্ষেত্রে ব্যক্তিগত ঋণ (Personal Loan) জেনারেট করার জন্য প্রসিং ফি চার্জ করা হয় অ্যাপের পক্ষ থেকে। এই প্রসেসিং ফি-এর পরিমাণ ঋণের ৩.৯৯% হয়।
৫. নাভি অ্যাপ থেকে দেশের যে কোনো জায়গায় মানুষ ঋণ নিতে পারবেন।
নাভি অ্যাপ থেকে ঋণ নেওয়ার পদ্ধতি (How to apply for Loan in Navi app?)
১. প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে গিয়ে Navi App সার্চ করে ডাউনলোড ও ইন্সটল করতে হবে।
২. অ্যাপটি ওপেন করলে শর্তাবলী সংক্রান্ত একটি মেসেজ পপআপ করবে। এক্ষেত্রে সম্মতি দিয়ে ‘কন্টিনিউ’ (Continue)-তে ক্লিক করতে হবে। এরপরে পরবর্তী তালিকায় অনুমতি দিয়ে ‘Allow’ করতে হবে।
৩. ফাঁকা জায়গায় মোবাইল নম্বর দিলে ওটিপি আসবে, সেটা ফাঁকা স্থানে বসাতে হবে।
৪. অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে হোমপেজ খুলবে, সেখানে ক্যাশ লোনে ক্লিক করে সমস্ত ফাঁকা স্থান প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে ও সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. ঋণ নেওয়ার যোগ্যতা পাশ করা সম্ভব হয়েছে কিনা, সেটা আগামী ২-৩ মিনিটের মধ্যে অ্যাপের তরফে দেখানো হবে। আবেদনকারী যোগ্যতা পাশ করে ফেললে আগামী ৯০ দিনের মধ্যে আবার আবেদন করার সুযোগ পাবে।
৬. পরবর্তী আবেদনের ঋণের পরিমাণ ও প্রত্যেক মাসে দেওয়া কিস্তির পরিমাণ নির্বাচন করতে হবে।
৭. তারপরে আধার নম্বর ও নিজের সেলফি দিয়ে কেওয়াইসি করতে হবে।
৮. সবশেষে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী যোগ করতে হবে।
৯. সমস্ত প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করা হয়ে গেলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঋণের টাকা চলে আসবে। একইসঙ্গে ঋণের কিস্তি প্রত্যেক মাসে সিলেক্ট করা টাকার পরিমাণ অনুযায়ী কেটে নেওয়া হবে।
নাভি অ্যাপ থেকে ঋণ নেওয়ার যোগ্যতা (Eligibility to apply for Navi Personal Loan 2023)
১. আবেদনকারী ব্যক্তি ভারতীয় হতে হবে।
২. উক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের কম হওয়া চলবে না।
৩. ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে।
৪. নাভি অ্যাপ ডাউনলোড করে স্থানীয় এলাকায় ঋণের উপলব্ধতা যাচাই করতে হবে।