রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Trade Licence: বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন ট্রেড লাইসেন্সে, জানুন সহজ পদ্ধতি

Trade Licence: বর্তমানে বৈধভাবে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স (Trade Licence) অবশ্যই দরকার। ব্যবসা বড়ো হোক বা ছোট, সব ক্ষেত্রেই ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন। এই লাইসেন্স পেতে গিয়ে কালঘাম ছুঁটে…

Advertisements

Trade Licence: বর্তমানে বৈধভাবে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স (Trade Licence) অবশ্যই দরকার। ব্যবসা বড়ো হোক বা ছোট, সব ক্ষেত্রেই ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন। এই লাইসেন্স পেতে গিয়ে কালঘাম ছুঁটে যাওয়ার অবস্থা তৈরি হয় ব্যবসায়ীদের। অনেকেই জানেন না, বাড়িতে বসেই এই লাইসেন্সের জন্য আবেদন করা যায়। কীভাবে করতে হবে? সবটাই নিচে ধাপে ধাপে বর্ণনা করা হল (Apply for Trade Licence)।

Trade Licence Apply Online

Advertisements

(Trade Licence) ট্রেড লাইসেন্সের জন্য কোন কোন প্রয়োজনীয় নথিপত্র লাগবে?

১. প্যান কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স।
৩. সক্রিয় ও বৈধ মোবাইল নম্বর।
৪. পর্চা অথবা জমির রেকর্ড।

বাড়িতে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার প্রক্রিয়া (How to Apply Trade License?)

Trade Licence Apply Online

১. আবেদনকারী ব্যক্তিকে প্রথমে যেতে হবে একটি বিশেষ ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা https://wbprdgpms.in/
২. ওয়েবসাইটে পৌঁছানোর পরে হোমপেজে খুঁজতে হবে ‘ট্রেড এনওসি নিউ’ (Trade NOC New) অপশন। অপশন পেয়ে গেয়ে ক্লিক করতে হবে।
৩. ক্লিক করার পরে একটি নতুন পেজ দেখতে পাওয়া যাবে। এই পেজে দেখা যাবে আবেদনপত্র।
৪. আবেদন পত্রটি অনলাইনেই পূরণ করতে হবে। সমস্ত ফাঁকা জায়গা সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ভুল করলে বা ভুল তথ্য দিলে চলবে না।
৫. ফর্মটি ফিলাপ করার সময়ে টাকার পরিমাণ ও ব্যবসার ধরণ বাছতে হবে।
৬. সমস্ত দরকারি নথিপত্র আপলোড করে শর্তাবলীতে সম্মতি দিয়ে সাবমিট করতে হবে।

Trade Licence Apply Online

৭. আবেদন প্রক্রিয়া সফলভাবে শেষ হলে একটি মেসেজ আসবে। এই মেসেজের মাধ্যমে পাওয়া যাবে ‘রেফারেন্স আইডেন্টিটি নম্বর’ (Reference Identity Number)।
৮. উক্ত নম্বরটি আবেদনের গতিবিধি জানতে সাহায্য করবে।
৯. এরপরে সিলেক্ট করা টাকার পরিমাণ অনুযায়ী পেমেন্ট করতে হবে। পেমেন্ট ঠিকভাবে হয়ে গেলেই পুরো আবেদন প্রক্রিয়া শেষ হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements